KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
কোন মাজার শরীফে চাদর দেওয়া নেকি না গুনাহ ? মাজারের উপর চাদর দেওয়া বৈধ কিনা ?
কোন মাজার শরীফে চাদর দেওয়া নেকি না গুনাহ ? 💗بسم الله الرحمن الرحيم💗 نحمده تبارك و تعالى و نصلي على رسوله الكريم أما بعد- قال الله عز و جل فى القران المجيد👇 "اِنَّ الۡمُبَذِّرِیۡنَ کَانُوۡۤا اِخۡوَانَ الشَّیٰطِیۡنِ ؕ وَ کَانَ الشَّیۡطٰنُ لِرَبِّہٖ کَفُوۡرًا " সম্মানিত মুসলিম সমাজ! আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আউলিয়ায়ে কেরাম ও পীরানে এযাম দের সম্মান করি। এবং তাদের ইন্তেকালের পর তাদের মাজার শরীফ জিয়ারত করা কে মুস্তাহাব মনে করি। তাই বহু সুন্নি ব্যক্তিরা মাজার শরীফ জিয়ারত করতে যায়। মাজার জিয়ারতকারী ব্যক্তিরা মাজারে গিয়ে যে সমস্ত কাজ করেন, তন্মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ হল, মাজার শরীফের উপর চাদর চাপানো। আজকে আমার আলোচনার বিষয় হল, মাজার শরীফে চাদর চাপানো নেকি না গুনাহ? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে যে, মাজার শরীফে চাদর কেন দেওয়া হয়? আল্লামা শামী রাহমাতুল্লাহি আলাইহি "ফাতাওয়া শামী" গ্রন্থে ও আলা-হাযরাত মুহাদ্দিসে বেরেলভী আলাইহির রহমাহ "আহকামে শরীয়ত" গ্রন্থে মাজারে চাদর চাপানোর কারণ উল্লেখ করেছেন। যার সারাংশ হল-- এক সময় মুসলমানদের কবর কে নিয়ে সাধারন ব্যক্তিদের ব্যবহার খারাপ হতে শুরু হয়। তারা কবরের কোন সম্মান রাখেনা, এমন কি কবরস্থানে গিয়ে না-জায়েজ কাজ করতে কোন অসুবিধা মনে করে না। বহু মানুষ কবরস্থানে গিয়ে জুয়া খেলা ও মদ্যপান এর মত হারাম ও নাজায়েজ কাজ পর্যন্তও করে থাকে। আমরা এমন বহু মানুষ দেখতে পাই যারা কবরের উপর পা দিতে কোন দ্বিধাবোধ করে না। কবরস্থানে গিয়ে হাসি-মাজাক, খেল-তামাশা ইত্যাদি কর্মসমূহ নির্দ্বিধায় করে যায়। এমনকি কিছু মানুষ কে কবরস্থানে পায়খানা পেশাব করতেও লক্ষ্য করা যায়। তাই বুযুর্গানে দ্বীন সাধারণ ব্যক্তিদের নজরে আউলিয়ায়ে কেরাম ও সালফে সালেহীন এর কবর সমূহের মর্যাদা বৃদ্ধি করার উদ্দেশ্যে মাজারে চাদর চাপানো কে জায়েজ বলেছেন, যাহাতে সাধারণ ব্যক্তিদের কবর ও আউলিয়ায়ে কেরাম ও সালফে সালেহীনের কবরের মধ্যে পার্থক্য হয় এবং কোন মানুষ যাতে এ সমস্ত মহান ব্যক্তিদের কবর সমূহের অসম্মান না করতে পারে। 📒 ফাতাওয়া শামী খন্ড-৫ পৃষ্ঠা-৩১৯, আহকামে শরীয়ত পৃষ্ঠা-৮৭ 📒 উপরোক্ত আলোচনা হতে বুঝা যায় যে, মাজারে চাদর দেওয়ার প্রচলন পূর্বে ছিল না, আর না সরাসরি কোন হাদীস দ্বারা তা প্রমাণিত। তাই এটা সুন্নত, ফরয বা ওয়াজিব নয় তবে মুস্তাহ্সান বটে। সম্মানিত মুসলিম সমাজ! ইমাম শামী ও ইমাম আহমদ রেযা রাহমাতুল্লাহি আলাইহিমার বক্তব্য থেকে আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন যে, আউলিয়ায়ে কেরামের মাজারে চাদর চাপানোর মূল উদ্দেশ্যই হলো, তাদের মাজারকে সাধারণ ব্যক্তিদের কবর থেকে পৃথক ও পার্থক্য করা ও সর্বসাধারণের নজরে তাদের মাজার শরীফের সম্মান ও মর্যাদা সুস্পষ্ট করা। অতএব, মাজারে চাদর চাপানোর পূর্বে আপনাকে দেখতে হবে যে, আপনার এই চাদরের দ্বারা মূল উদ্দেশ্য পূরণ হচ্ছে? নাকি আপনি এই চাদর চাপিয়ে কোন ভণ্ড খাদিম, ভন্ড পীর ও মাজার ব্যবসায়ী ব্যক্তিদের বিজনেসে হেল্প করছেন? যদি আপনার চাদর চাপানোর মাধ্যমে মূল উদ্দেশ্য পূরণ হয়, তাহলে তা অবশ্যই জায়েজ ও মুস্তাহসান হবে। তবে আপনি অবশ্যই জ্ঞাত যে, মূল উদ্দেশ্য পূরণের জন্য শুধু একটা চাদরই যথেষ্ট, এর জন্য একাধিক বা শতাধিক চাদরের কোনই প্রয়োজন নেই। সুতরাং যদি মাজারে পূর্বে থেকেই চাদর থাকে এবং তা পরিবর্তন করার কোনও প্রয়োজন না হয় তাহলে তার উপর অতিরিক্ত চাদর চাপানো মুস্তাহ্সান ও জায়েজ হবে না বরং অপব্যয় ও ফুজুল-খরচির মধ্যে গণ্য হবে। আর ইসলাম শরীয়তে অপব্যয় ও ফুজুল-খরচি জায়েয নয় বরং এটি গুনাহ ও শয়তানের ভাই হওয়ার নামান্তর। যেমন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, اِنَّ الۡمُبَذِّرِیۡنَ کَانُوۡۤا اِخۡوَانَ الشَّیٰطِیۡنِ ؕ وَ کَانَ الشَّیۡطٰنُ لِرَبِّہٖ کَفُوۡرًا ﴿۲۷﴾ অনুবাদ:-  নিশ্চয়  অপব্যয়কারীরা  শয়তানদের   ভাই এবং       শয়তান       আপন       রবের       প্রতি       অতিশয়  অকৃতজ্ঞ। 💎 সূরা ইসরা 17 আয়াত নং 27 💎 আল্লাহ তা'আলা অন্যত্র ইরশাদ করেন, وَ لَا تُسۡرِفُوۡا ؕ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۱۴۱﴾ۙ অনুবাদ! এবং  অযথা  ব্যয়  করো   না  ।  নিশ্চয়,  অযথা ব্যয়কারীগণ তার পছন্দনীয় নয় । 💎সূরা আনআম আয়াত নং-141,, সূরা আরাফ আয়াত নং-31💎 আলা-হযরত ইমাম আহমদ রেযা মুহাদ্দিসে বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি এ প্রসঙ্গে এরশাদ করেন- جب چادر موجود ہو اور وہ ہنوز پرانی یا خراب نہ ہوئی کہ بدلنے کی حاجت ہو تو بیکار چادر چڑھانا فضول ہے অর্থাৎ:- যদি সেখানে চাদর মজুদ থাকে এবং তা এখনো পুরাতন বা খারাপ না হয় এবং পরিবর্তন করার প্রয়োজন না পড়ে তাহলে, বেকার চাদর চড়ানো ফুজুল হবে। 📒 আহকামে শরীয়ত পৃষ্ঠা নং-৮৭ 📒 বুখারী ও মুসলিমের প্রখ্যাত ভাষ্যকার আল্লামা গোলাম রসুল সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন- علامہ نابلیسی، علامہ اسماعیل حقی، علامہ شامی، علامہ رافعی نے مزارات پر چادر چڑھانے کو جائز قرار دیا ہے لیکن اس میں افراط اور بے اعتدالی کرنا صحیح نہیں ہے جس طرح اوباش لڑکے باجوں، تاشوں کے ساتھ ناچتے گاتے چادر کا جلوس لے کر مزارات کی طرف جاتے ہیں البتہ ادب اور تعظیم کے ساتھ نعت خوانی کرتے ہوئے چادر چڑھانا جائز ہے یا ضرورت سے زیادہ چادریں چڑھائی جائیں یہ دونوں صورتیں اسراف اور گناہ ہیں۔ অর্থাৎ!! আল্লামা নাবলেসি, আল্লামা ইসমাইল হাক্কী, আল্লামা শামী ও আল্লামা রা'ফেয়ী (রাহমাতুল্লাহি আলাইহিম) মাজার সমূহের উপর চাদর চড়ানো কে জায়েজ বলেছেন। কিন্তু এ ব্যাপারে বাড়াবাড়ি করা সঠিক নয়, যেমন বদমাশ ছেলেরা ঢোল-বাজনার সহিত নাচ গান করে জুলুস নিয়ে মাজার সমূহের দিকে যায়, তবে আদব ও সম্মানের সাথে নাত শরীফ পাঠ করতে করতে চাদর চড়ানো জায়েজ আছে। অথবা প্রয়োজনের অধিক চাদর চড়ানো হয়, এই দুই টি বিষয় অপব্যয় ও গুনাহ। 📒 শারহে সহীহ মুসলিম খন্ড-২ পৃষ্ঠা-৮১৬-৮১৭}} মুহাক্কিকে যামান হুজুর শাইখুল ইসলাম সাইয়্যেদ মাদানী মিঞা দামাত বারকাতুহু এর তরফ থেকে হুজুর মুহাদ্দিসে আজাম হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি-এর ২০১৬ সালের উরুসের সময় এলান করা হয়েছিল, عرس میں صرف ایک چادر چڑھائی جائے گی، اگر کسی کو چادر چڑھانے کا شوق ہو تو وہ محدث اعظم کے نام سے کسی غریب، مسکین، یتیم کو کپڑا پہنا دے اور سمجھ لے کہ چادر چڑھا دیا، اس سے بھی زیادہ ثواب ملے گا۔ অর্থাৎ:- উরুষের সময় শুধু একটা চাদর চড়ানো হবে। যদি কোন ব্যক্তির ইচ্ছা থাকে চাদর চড়ানোর, তাহলে মুহাদ্দিসে আযাম হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি- এর নামে কোন অভাবগ্রস্ত, মিসকিন ও এতিম কে কাপড় পড়াবে (দান করবে) এবং মনে করবে যে, আমার চাদর চড়ানো হয়ে গেছে। (এর উপর আমল করলে) তার থেকেও বেশি সাওয়াব পাবে। 🌎 সোশ্যাল মিডিয়া🌍 হুজুর সুবহানী মিঞা দামাত বারকাতুহু-এর তরফ থেকে ইমাম আহমদ রেজা মুহাদ্দিসে বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি-এর মাজার শরীফে একটি নোটিশ বোর্ড লাগানো হয়েছে যেখানে লিপিবদ্ধ আছে, ~ Important notice ~ It is permissible to present cloth sheet over shrines, but if a cloth sheet is already placed then abstain from presenting more clothes sheet. Rether it is better to present followers and perfumes instead of clothes sheets. ~ ضروری ہدایت ~ مزارات پر کپڑے کی چادر پیش کرنا بھی جائز ہے لیکن اگر پہلے سے چادر چڑھی ہوئی ہے تو مزید چادریں چڑھانے سے پرہیز کریں بلکہ بہتر یہ ہے کہ کپڑے کی چادروں کی جگہ گلاب کے پھول اور عطر پیش کریں۔ অর্থাৎ:- মাজার সমূহের উপর কাপড়ের চাদর চড়ানোও জায়েজ রয়েছে। তবে যদি পূর্বে থেকেই চাদর চড়ানো থাকে তাহলে অতিরিক্ত চাদর চড়ানো থেকে বিরত থাকুন। সে ক্ষেত্রে ভালো হবে, কাপড়ের চাদরের পরিবর্তে গোলাপ ফুল ও আতর পেশ করা। 📖 ইমাম আহমদ রেযা রাহমাতুল্লাহি আলাইহি-এর মাজারের নোটিশ-বোর্ড📖 আর যদি আপনার চাদর ভন্ড খাদেম, ভন্ড পীর বা মাজার ব্যবসায়ী ব্যক্তিদের বিজনেসে বৃদ্ধি ঘটায় যা বর্তমান বেশিরভাগ মাজারে হয়ে থাকে তাহলে আপনি চাদর চাপাবেন না। কারণ এরা আপনার চাঁদর নিয়ে বিজনেস করে ও বিলাসবহুল জীবনযাপন করার জন্য যা কিছু প্রয়োজন তা সেই টাকা দিয়েই ক্রয় করে। এক্ষেত্রে আপনি সেখানে চাদর না চাপিয়ে সেই চাদরের টাকা কোনো দরিদ্র, গরিব, মিসকিন ও অভাবগ্রস্ত ব্যক্তিকে দিবেন অথবা মসজিদ, মাদ্রাসা ও দারিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা কারি হসপিটালে দান করবেন এবং সেই দানের নেকি উদ্দিষ্ট মাজার ওয়লার জন্য ঈসালে সাওয়াব করবেন এতে বহুগুণ বেশী নেকী পাবেন। যেমন, আলা হযরত ইমাম আহমদ রেযা মুহাদ্দিসে বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি এরশাদ করেন, بلکہ جو دام اس میں صرف کریں ولی اللہ کی روح مبارک کو ایصال ثواب کے لئے محتاج کو دیں- অর্থাৎ:- বরং যে টাকা সেখানে খরচ করা হবে তা অলিউল্লাহ এর আত্মা মোবারকের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে প্রদান করবে। 📕 আহকামে শরীয়ত পৃষ্ঠা নং-৮৭ 📕 বুখারী ও মুসলিম শরিফের প্রখ্যাত ভাষ্যকার আল্লামা গোলাম রসূল সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি এরশাদ করেন- جب تعظیم کے لئے مزارات پر چادر موجود ہو تو مزید چادروں کی بجائے وہ کپڑا غریبوں پر صدقہ کرکے اس کا ثواب صاحب مزار کو پہنچا دیں۔ অর্থাৎ:- যদি সম্মানের উদ্দেশ্যে মাজারের উপর চাদর মজুত থাকে তো অতিরিক্ত চাদর না চাপিয়ে সেই কাপড় (অথবা চাদর পরিমাণ টাকা) গরিব ও অভাবগ্রস্ত ব্যক্তিদের দান করে তার সাওয়াব মাজার ওয়ালা কে প্রদান করবে। 📕 শারহে সহীহ মুসলিম খন্ড-২ পৃষ্ঠা-৮১৭📕 হ্যাঁ! যদি কোন মাজার এমন পাওয়া যায়, যেখানকার চাদর প্রয়োজনের বেশি হলে তা কোন অভাবগ্রস্ত খাদেম, মিসকিন ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় অথবা চাদর গুলি বিক্রি করে সেই চাদরের পুরো টাকা কোন প্রয়োজনীয় ইসলামিক কাজে ব্যবহার করা হয় তাহলে সেই নেক-কাজের উদ্দেশ্যে অতিরিক্ত চাদর চড়ানো জায়েজ হবে। যেমন আলা হযরত ইমাম আহমদ রেযা মুহাদ্দিসে বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ہاں جہاں معمول ہو کہ چڑہائ ہوئی چادر جب حاجت سے زائد ہو خدام ، مساکین، حاجت مند لے لیتے ہیں اور اس نیت سے ڈالے تو مضائقہ نہیں کہ یہ بھی تصدیق ہو گیا অর্থাৎ:- তবে যেখানে প্রচলন আছে যে, চড়ানো চাদর যখন প্রয়োজনের অধিক হয়ে যায় তখন তা খাদিম, মিসকিন অভাবগ্রস্ত ব্যক্তিরা নিয়ে নেন। তাহলে সেই নিয়তে চাদর দিলে কোন সমস্যা নেই কারণ, এটাও একটা সাদকা হয়ে যাবে। 📕 আহকামে শরীয়ত পৃষ্ঠা নং-৮৭📕 কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেখানে বেশিরভাগ মাজারগুলো বিজনেস ও ইনকামের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া মাজারে দেওয়া চাদর সমূহ কোন ব্যক্তির ব্যবহারের যোগ্য নয়। সেখানে চাদরের উপর চাদর না চাপিয়ে ডাইরেক্ট সেই চাদরের টাকা কোনো দরিদ্র, অভাবগ্রস্থ ও রাস্তায় পড়ে থাকা পাগল, ফকির ও মিসকিনদের হাতে তুলে দেওয়াটাই অধিক নেকি, বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তির কাজ হবে। কারণ মাজার কমিটি আপনাকে ধোঁকা দিতে পারে এই বলে যে, আমরা এই টাকা দিয়ে কোন ইসলামিক কাজ করছি অথচ তারা সেই টাকা আদৌ কোন ইসলামী কাজে ব্যবহার করছে না। সম্মানিত দ্বীনি ভাই ও বোন! আমরা অলি-আউলিয়াদের ভালোবাসি ও তাদের মাজার সমূহ কে সম্মান করি। তাই আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে আমরা মাজার শরীফে গিয়ে শয়তানের বশবর্তী হয়ে কোন নাজায়েজ, বিদআত ও অপ্রয়োজনীয় কর্ম করে আমাদের আউলিয়ায়ে কেরাম ও মাজার সমূহ কে বদনাম ও অপমান না করি। আল্লাহ তাআলা সমস্ত সুন্নিদের সঠিকভাবে আউলিয়ায়ে কেরাম ও সালফে সালেহীনদের ভালোবাসার এবং মাজার সমূহে বর্জনীয় কর্মসমূহ হতে বিরত থাকার তৌফিক দান করুন !! আমীন!! বি-জাহি সাইয়েদিল মুরসালীন আলাইহিস সালাতু ওয়াত তাসলীম।।।। وما توفيقي الا بالله العلي العظيم 💞✍️মুফতী আমজাদ হুসাইন সিমনানী, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ,ভারত।✍️💞 💐অভিমত ও সমর্থন 💐 {{1}} বিশিস্ট ইসলামী চিন্তাবিদ ও শাইখুল হাদিস আল্লামা মুফতী আশরাফ রেজা নাঈমী, রাজমহল, ঝাড়খন্ড,👇 الحمد لوليه والصلاة والسلام على حبيبه وأله وصحبه وعلماءامته সদাসর্বদা সত্যবাদী আমানতদার আলিমেদ্বীন ইসলামিক এবং নৈতিক খেদমত করে এসেছেন।সেই নকশে কদমে প্রচলিত নির্ভীক ফাজিলে নওজোয়ান মুফতী আমজাদ হুসাইন সিমনানী সাহেব মাযার সম্পর্কিত যে সমস্ত মাসাইল বর্ণনা করেছেন, শরীয়াতী দৃষ্টিতে শুধু গ্রহণযোগ্য'ই নয় বরং তার উপর আমল হলে সুন্নী সমাজ বদনাম মুক্ত হবে । আল্লাহ্ তাআলা আমলের তৌফিক প্রদান করুন! আমিন । মহাঃ আশরাফ রেজা নাঈমী {{2}} খালিফায়ে হুজুর তাজুল আউলিয়া মৌলানা শাহ্জাহান কাদরী আশরাফী, মেহরাপুর- মোথাবাড়ি-মালদা👇 আমি এই মাযমুন টি পড়ে দেখলাম, আমি এই মাযমুনের সাথে একমত। কারণ এটাই হলো আহলে সুন্নাত এর সঠিক মত ও পথ। {{3}} আযিযে মিল্লাত আল্লামা মুফতী আব্দুল আজিজ কলিমি সাহেব, ইমাম- পাঁচতলা জামে মসজিদ, কালিয়াচক, মালদা।👇, نحمدك ياالله والصلوة والسلام عليك يا رسول الله وعلى الك.. রাসূল প্রতিনিধিত্বের দায়িত্ব আদায়ের মানসে সার্থ-কে ত্যাগ করে নির্ভীক হয়ে দ্বীন-ধর্মের মহামূল্য বানী মুসলিম উম্মতের নিকট সঠিক সঠিক পৌঁছে দেওয়া সমস্ত আলেমে দ্বীনদের দায়িত্ব । ক্বোরআন ও হাদীসের বিশারদ স্বনামধন্য জনপ্রিয় পাত্র হযরত মুফতী আমজাদ হোসেন সিমনানী ; উক্ত দায়িত্ব পালন করে আসছেন। এবারও তিনি মাজারে চাদর চাপানো নিয়ে যে মত উপস্থাপন করেছেন এটাই আহলে সুন্নাত ও জামাত - এর মত ও পথ, যদিও কিছু লোকের নিকট অজ্ঞতার জন্য নতুন মনে হচ্ছে। আমি উক্ত মত-কে 100% সাপোর্ট করছি এবং নির্ভীক হয়ে কুসংস্কার উচ্ছেদ করার পদক্ষেপ নেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ইতি মুহাম্মদ আব্দুল আযীয কালিমী। {{4}} প্রখ্যাত সমাজ সংস্কারক আল্লামা মুফতী আব্দুল জলীল (রাইসুদ্দিন) প্রাক্তন প্রিন্সিপাল- মিসবাহুল উলুম এরাবিক ইউনিভার্সিটি, কদমতলী, পুখুরিয়া, মালদা, পশ্চিমবঙ্গ,👇 ইসলামের প্রারম্ভ কাল থেকে অদ্যাবধি ইসলামিক ইতিহাস অধ্যায়ন করলে আমরা অবগত হব, প্রত্যেক যুগে এক ধরনের ভন্ড নীতি ও নেতা সম্পর্কে। যাদের প্রতিহত করতে প্রত্যেক যুগে ইসলামের অতন্দ্র প্রহরী উলামায়ে কেরামগণ কঠোর পরিশ্রম করেছেন। বর্তমানকালের তেমনি একটি বিভ্রান্তকর ও ভন্ডামিপূর্ণ রীতি হল প্রয়োজন ছাড়াই মাজারে চাদর চাপানো। মুফতি আমজাদ হোসেন সিমনানী সাহেব সে প্রসঙ্গে ভন্ডামি ও ভ্রান্তির খন্ডন করে সূক্ষ্ম ইসলামসম্মত ব্যাখ্যা দান করেছেন । উক্ত লিখনি কে আল্লাহ তাআলা যেন নিজ দরবারে গ্রহণ করে সর্বসাধারণের জন্য ভ্রান্তি অপসারণকারী হিসেবে প্রতিপন্ন করেন। আমিন, বি-জাহি সাইয়্যেদিল মুরসালিন। { মুহাম্মাদ আব্দুল জলীল (রাইসুদ্দিন)। {{5}} মুফাক্কির ইসলাম আল্লামা মুফতী আখতার নাঈমী সাহেব প্রিন্সিপাল-দারুল উলূম আশরাফুল আওলিয়া, উত্তর লক্ষ্মীপুর, মোথাবাড়ি, মালদা।,👇 بسم الله الرحمن الرحيم لك الحمد يا الله والصلوة والسلام عليك يا رسول الله প্রতিদ্বন্দ্বিদল মাজার শরীফে চাদর চাপানোকে নাজায়েয ও বিদআত বলেন। আর ওলামা-এ আহলে সুন্নত তাদের ভিত্তিহীন উক্তির খন্ডন করেন এবং উল্লেখিত কাজটি শরীয়তের সীমাবদ্ধায় থেকে করার প্রতি জায়েয ও মুস্তাহাব হওয়ার দলীল দিয়ে থাকেন। কিন্তু সাধারণ মুসলমান এই মুস্তাহাব কাজটি করতে গিয়ে শরীয়তের সীমালঙ্ঘন করে ফেলেছে। মাযার শরীফে চাদর চাপানো কখন মুস্তাহাব /নেকী? আর কখন তা ফযুল খরচী/গুনাহের পর্যায়ে পৌঁছে যায়। এ বিষয়ে ফাযিলে জালীল মুফতী আমজাদ হোসেন সিমনানী সাহেবের গবেষণামুলক যথেষ্ট আলোচনা হয়েছে। আল্লাহ তায়ালা সমস্ত মুসলমানকে বিষয়টি বুঝার ও আমল করার তৌফীক দেন এবং লেখকের কলমের গতিকে অধিক থেকে অধিকতর করেন। আমীন সালামান্তে ফাকীর মোহঃ আখতার নাঈমী {{6}} ইউটিউব জগতের আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক স্কলার মৌলানা আবুল কালাম আজাদ ক্বাদরী সাহেব, বাবলা, মোথাবাড়ি, মালদা, পশ্চিমবঙ্গ 👇 খুব প্রয়োজনীয় লেখা। আশা করি, এর ফলে অপ্রয়োজনীয় খরচ লোকে পরিহার করবে এবং সমাজ সংস্কার মূলক কাজে বেগ আসবে।।। {{7}} ফাযিলে নাওজাওয়ান আল্লামা মুফতি আক্কাস আলী নঈমী, শিক্ষক খালতিপুর মাদ্রাসা, মালদা, পশ্চিমবঙ্গ, ভারত।👇 আমি এই মাযমুণ টি পড়লাম বাস্তবেই মুফতি আমজাদ হোসেন সিমনানী সাহেব মাসলাকে আহলে সুন্নাত ওয়া জামায়াতের সঠিক তারজমাণী করেছেন اللہ کرے زور قلم اور زیادہ আমীণ বে-জাহি রাসুলেহিল কারীম। (আক্কাস আলী ণাঈমী) 💓 এছাড়া আরো বহু ওলামায়ে কেরাম ও মুফতীয়ানে দ্বীন উক্ত লিখনী কে সমর্থন করেছেন 💗

Comments -

Mansur AlamPosted On: 2022-07-25
Masàallah 🥀🥀🥀🥀🥀
Mansur AlamPosted On: 2022-07-25
Masàallah 🥀🥀🥀🥀🥀
Posted On: 2022-07-25
I
Posted On: 2022-07-25
Posted On: 2022-07-25
খুবই সুন্দর পোস্ট।
Asgar AliPosted On: 2022-07-25
Mashaallah ❤️ Allah bless you
মোহাম্মদ রফিকুল খানPosted On: 2022-07-26
আসসালামু আলাইকুম খুব সুন্দর প্রয়োজনীয় আলোচনা। যেরকম ভাবে চাদর চাপানো জায়েজ বলে দলিল দেওয়া হয়, সেরকম ভাবে তাতে শরীয়তের কোন সীমা লংঘন না হয় সেটাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সকল জ্ঞানী ব্যক্তিদের করণীয় ও শ্রেয় কর্ম। আল্লাহ তায়ালা আপনাকে আরও বেশি করে দিনি খিদমত করার তৌফিক দান করেন। আমিন বেজাহে হাবিবিহিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Asma khatunPosted On: 2022-07-26
মুহাদ্দিসে বাঙ্গাল মুফতি আমজাদ হোসেন সিমনানী সাহেব কে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি লেখনি পোস্ট করার জন্য। বর্তমান সময় মাজার ব্যবসায়ী ও ভন্ড খাদিমদের আচার-আচরণ দেখে বহু মানুষ মাজার সমূহের মর্যাদা নষ্ট করছে এবং মাজারে মানুষের বাড়াবাড়ি দেখে সুন্নিদের বদনাম করছে। তাই এ সকল লেখনি মানুষের মধ্যে বেশি প্রচার-প্রচার করা প্রয়োজন রয়েছে যাতে সঠি
Renu khatunPosted On: 2023-09-23
ALHUMDULILAH.
Most Read Articles