নাবীগণ আলাইহিমুস সালাম নিজ নিজ কবরে জীবিত ও নামাজ আদায় করেন
💥নাবীগণ আলাইহিমুস সালাম নিজ নিজ কবরে জীবিত ও নামাজ আদায় করেন💥
ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ، ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «اﻷﻧﺒﻴﺎء ﺃﺣﻴﺎء ﻓﻲ ﻗﺒﻮﺭﻫﻢ ﻳﺼﻠﻮﻥ
অর্থাৎ! হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আম্বিয়ায়ে কেরাম (আলাইহিমুস সালাম) নিজ নিজ কবরে জীবিত আছেন ও নামাজ আদায় করেন।
{{ মুসনাদ আবি ইয়ালা হাদিস নং-3425,, মুসনাদুল বাজ্জার হাদিস নং-6888,, হায়াতুল আন্বিয়া বাইহাক্বী হাদিস নং-1,, মাজমাউয যাওয়াঈদ হাদিস নং-13812,, জামেয়ে সাগীর হাদিস নং-4556 }}
✴️ ইমাম হাইসামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন-
ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﻳﻌﻠﻰ ﻭاﻟﺒﺰاﺭ، ﻭﺭﺟﺎﻝ ﺃﺑﻲ ﻳﻌﻠﻰ ﺛﻘﺎﺕ.
অর্থাৎ! ইমাম আবু ইয়ালা ও ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহিমা হাদিসটি বর্ণনা করেন। তন্মধ্যে মুসনাদে আবু ইয়ালার বর্ণনাকারীগণ মজবুত। (অর্থাৎ হাদিসটি সহীহ সনদে বর্ণিত)
{{ মাজমাউয যাওয়াঈদ খন্ড-8 পৃষ্ঠা-211}}
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((أَتَيْتُ- وَفِي رِوَايَةِ هَدَّابٍ مَرَرْتُ- عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ))
অর্থাৎ! হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নিশ্চয়ই নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে রাত্রে আমার মি'রাজ হয়েছিল সে রাত্রে আমি মূসা আলাইহিস সালাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। লাল বালুকা স্তুপের নিকট তাঁর কবরে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন।
{{ সহীহ মুসলিম হাদিস নং-6306,, মুসান্নাফ ইবনে আবী শাইবা হাদিস নং-36575,, মুসনাদ আহমাদ হাদিস নং-12504,, সুনানে নাসাঈ হাদিস নং-1631,, মুসনাদ আবি ইয়ালা হাদিস নং-3325,, সুনানে কুবরা নাসাঈ খন্ড-2 পৃষ্ঠা-128 হাদিস নং-1330,, হিলয়াতুল আওলিয়া খন্ড-6 পৃষ্ঠা-253,, মুসনাদুল ফেরদৌস খন্ড-4 পৃষ্ঠা-170 হাদিস নং-6529 }}
(( হাদিসটি বিভিন্ন গ্রন্থে সহীহ সনদে বর্ণিত হয়েছে ))
عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ سَمِعْتُ أَنَسًا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَرَرْتُ عَلَى مُوسَى وَهُوَ يُصَلِّي فِي قَبْرِهِ)). وَزَادَ فِي حَدِيثِ عِيسَى: ((مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي)).
অর্থাৎ! হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আমি মূসা আলাইহিস সালাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তখন তিনি তার কবরে নামাজ আদায় করছিলেন। ঈসার হাদীসে বর্ণিত আছে যে, “আমাকে যে রাত্রে মি'রাজে নিয়ে যাওয়া হয়েছিল, সে রাত্রে আমি যাচ্ছিলাম।”
{{ সহীহ মুসলিম হাদিস নং-6308,, মুসনাদ আহমাদ হাদিস নং-13593,, সুনানে নাসাঈ হাদিস নং-1634,, মুসনাদ আবি ইয়ালা হাদিস নং-4085,, তাফসীরেঝ ইবনে কাসীর খন্ড-5 পৃষ্ঠা-10 }}
(( হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে সহীহ সনদে বর্ণিত হয়েছে ))
ﻋﻦ ﺃﻧﺲ , ﺭﺿﻲ ا
ﻟﻠﻪ ﻋﻨﻪ , ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ اﻷﻧﺒﻴﺎء ﻻ ﻳﺘﺮﻛﻮﻥ ﻓﻲ ﻗﺒﻮﺭﻫﻢ ﺑﻌﺪ ﺃﺭﺑﻌﻴﻦ ﻟﻴﻠﺔ , ﻭﻟﻜﻨﻬﻢ ﻳﺼﻠﻮﻥ ﺑﻴﻦ ﻳﺪﻱ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﺣﺘﻰ ﻳﻨﻔﺦ ﻓﻲ اﻟﺼﻮﺭ
অর্থাৎ! হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আন্বিয়ায়ে কেরাম (আলাইহিমুস সালাম) চল্লিশ দিনের মধ্যেই আল্লাহর দরবারে নামাজ আদায় করতে শুরু করেন যতক্ষণ না শিংগায় ফুঁক দেওয়া হয়েছে।
{{ হায়াতুল আন্বিয়া বাইহাক্বী হাদিস নং-4,, মুসনাদুল ফেরদৌস খন্ড-1 পৃষ্ঠা-222 হাদিস নং-852,, আল-বাদরুল মুনীর খন্ড-5 পৃষ্ঠা-284,, ফাতহুল বারী খন্ড-6 পৃষ্ঠা-487,, জামে সাগীর সুয়ূতী হাদিস নং-3342,, কান্জুল উম্মাল হাদিস নং-32230,, সুবুলুল হুদা ওয়ার-রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-358 }}
ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ «ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺮ ﺑﻘﺒﺮ ﻣﻮﺳﻰ ﻋﻠﻴﻪ اﻟﺴﻼﻡ ﻭﻫﻮ ﻗﺎﺋﻢ ﻳﺼﻠﻲ فيه
অর্থাৎ! হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (মিরাজের রাতে ) হযরত মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করেন। সেই সময় তিনি নিজ কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন।
{{ মুজামে কাবীর তাবরানী খন্ড-11 পৃষ্ঠা-111 হাদিস নং-11207,, হিলয়াতুল আওলিয়া খন্ড-3 পৃষ্ঠা-352,, আল-হাবী লিল-ফাতাওয়া খন্ড-2 পৃষ্ঠা-178 }}
🌹সম্মানিত পাঠকবৃন্দ! উপরোল্লেখিত হাদিস সমূহ হতে সুস্পষ্ট প্রমাণিত হল যে, প্রত্যেক নাবী নিজ নিজ কবরে জীবিত আছেন এবং তাঁদের আমল এখনো অব্যাহত আছে। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ কবরে নামাজ আদায় করেন।
✍️ মুফতী আমজাদ হুসাইন সিমনানী
🌎 দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত🌎
Comments -