KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
কুরবানীর পরিবর্তে টাকা সাদকা করলে কুরবানী আদায় হবে কিনা? Mufti Gulzar Misbahi
প্রশ্ন👉 কুরবানীর টাকা সাদকা করলে কুরবানী আদায় হবে কিনা? উত্তর👉 কুরবানী না করে তার টাকা সাদকা করলে কুরবানী হবে না; বরং কুরবানীর দিনগুলোতে কুরবানী করাই জরুরী। হাদীস শরীফে রয়েছে - عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلاً أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلاَفِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا অনুবাদ:- হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মানুষ ক্বোরবানীর ঈদের দিন এমন কোন নেক আমল করে না, যা রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয়। এ ক্বোরবানী ক্বিয়মত দিবসে স্বীয় শিং, পশম ও খুরসহ আসবে। আর রক্ত ভূমিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং আনন্দচিত্তে ক্বোরবানী করো। (মিশকাত শরীফ, হাদীস: 1384, উক্ত হাদিসের ব্যাখ্যায় মুফারসিরে ক্বোরআন হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন নাঈমী রহমতুল্লাহি তা'আলা আলাইহি বলেন: "এ থেকে বুঝা গেল যে, ক্বোরবানীর উদ্দেশ্য হল রক্ত প্রবাহিত করা; গোশত ভক্ষণ করা হোক কিংবা না-ই করা হোক। সুতরাং যদি কেউ ক্বোরবানীর পরিবর্তে তার মূল্য সদকা করে দেয় কিংবা এর চেয়ে দ্বিগুণ-তিনগুণ টাকা বা গোশত দান করে দেয় তাহলে তার ক্বোরবানী মোটেই সম্পন্ন হবে না। আর এমন হবেও বা কেন? ক্বোরবানী হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাজটি হুবাহ সম্পন্ন করা। তিনি রক্ত প্রবাহিত করেছিলেন। গোশত বা টাকা দান করেন নি। হুবহু কাজ তখনই সম্পন্ন হয় যখন তা আসল বা মূল কাজের অনুরুপ হয়। (মিরআতুল মানাজীহ শারহে মিশকাতুল মাসাবীহ (বাংলা) খন্ড: 2, পৃষ্ঠা: 451-452) বাহারে শরীয়ত এর মধ্যে রয়েছে- "কুরবানীর সময়ে কুরবানী করাই অনিবার্য। অন্য কোন জিনিস তার স্থলবর্তী বা প্রতিনিধি হতে পারে না। যেমন- কুরবানী করার বদলে ছাগল অথবা তার পয়সা সদকা করে দেয়া, এটা যথেষ্ট নয়। তাতে প্রতিনিধিত্ব হতে পারে অর্থাৎ নিজে কুরবানী করা জরুরী নয়; বরং অন্যজন কে অনুমতি দিয়ে দিল, সে করে দিল, এটা হতে পারে।" (বাহারে শরীয়ত, হিসসা:15, পৃষ্ঠা: 335, দা'ওয়াতে ইসলামী) ফাতাওয়া আমজাদীয়া নাকম কিতাবে রয়েছে- "কুরবানীর বদলে যদি এই দিনগুলোতে শুধু একটি নয়; বরং কয়েকটি জন্তুর টাকা সাদকা করলেও কুরবানী আদায় হবে না, গুনাহগার হবে, যতক্ষণ পর্যন্ত সেই ওয়াজিব আদায় করবে না। বরং খোদ কুরবানীর পশু সাদকা করলেও দায়িত্ব থেকে বের হবে না। হ্যাঁ, যদি কুরবানীর দিন সমূহ পার হয়ে যায় আর সে কুরবানী না করে থাকে, তাহলে এখন কুরবানীর জন্তু অথবা তার মূল্য সদকা করতে হবে।" (ফাতাওয়া আমজাদীয়া, খন্ড: 3, পৃষ্ঠা: 311) ফাতাওয়া আলমগীরী কুরবানীর অধ্যায়ে রয়েছে - لا یقوم غیرھا مقامھا فی الوقت حتی لو تصدق بعین الشاۃ او قیمتھا فی الوقت لا یجزىه عن الاضحیة. আর এক জায়গায় রয়েছে - انھا تقضی اذا فاتت عن وقتھا ثم قضاءھا قد یکون بعین الشاۃ حیة و قد یکون بالتصدق بقیمة الشاۃ. والله اعلم بالصواب ইতি ✍️মুফতী গুলজার আলী মিসবাহী 🌍হেমতাবাদ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। শিক্ষক: এম. জি. এফ. মাদীনাতুল উলূম (সোসাইটি) খালতিপুর, কালিয়াচক, মালদা, পশ্চিম বঙ্গ, ভারত।🌎 08/12/1443 হিজরী 08/07/2022 খ্রিষ্টাব্দ 🪐রোজ- শুক্রবার

Comments -

Most Read Articles