KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
আল্লাহ তা'আলাকে ঈশ্বর ও গড বলা যাবে কি না?
প্রশ্ন: আল্লাহ তা'আলাকে ঈশ্বর ও গড বলা যাবে কি না?* *উত্তর:* হুযূর শারেহে বুখারী, ফাক্বীহে আযম হিন্দ হযরত আল্লামা মুফতী শারীফুল হক্ব আমজাদী রহমতুল্লাহি আলাইহি বলেন: " আমার এই শব্দ সমূহের তাহক্বীক (অনুসন্ধান করা) নেই। মুজাদ্দিদে আযম, আ'লা হযরত ইমাম আহমদ রেযা কুদ্দিসা সিররুহু "ফাতাওয়া রাযাবীয়াহ" ৬ তম খন্ডের ২১০ পৃষ্ঠায় ঈশ্বর শব্দকে মা'বুদে বারহাক্ব (আল্লাহর) নাম সমূহের মধ্যে গণ্য করেছেন। আর গড (God) হল ইংরেজি শব্দ। যার অর্থ হল রক্ষক। তাদের (ইংরেজদের) পদবিতে (পরিভাষায়) খোদাকেও গড বলা হয়। এই দিক থেকে আল্লাহ আযযা ও জাল্লাকে ঈশ্বর ও গড বলতে কোন ক্ষতি নেই। কিন্তু এখানে একটি বিশেষ কথা হল যে, খোদাকে ঈশ্বর বলা হল হিন্দুদের পদবি (পরিভাষা)। আর গড বলা হল ইংরেজদের পদবি। যদি কোন অপরিচিত ব্যক্তি কারো সামনে এরূপ বলে যে, "ঈশ্বর চাইলে এটা হবে", তাহলে শ্রবণকারী তাকে হিন্দু মনে করবে। অনুরূপভাবে যদি কেউ বলে যে, "গড চাইলে এটা হবে" , তাহলে তাকে খ্রিস্টান মনে করবে। এ থেকে বুঝা গেল যে, মা'বুদে বারহাক্ব (আল্লাহকে) ঈশ্বর ইত্যাদি বলা হল হিন্দুদের রীতিনীতি। আর গড বলা হল খ্রিস্টানদের রীতিনীতি। এজন্য মুসলমানেরা ঈশ্বর ও গড ইত্যাদি বলা থেকে বিরত থাকবে।কে কার উপর বাধ্যতা করেছে যে, আল্লাহ অথবা খোদা বলবে না? বরং বেআক্কেল সন্ধিপছন্দকারী দাবিদার হিন্দুদের খুশি করার জন্য ঈশ্বর ইত্যাদি বলতে শুরু করেছে। এ থেকে বিরত থাকা জরুরী"। (ফাতাওয়া শারেহে বুখারী 1/173) 🌷هذا ما عندي والعلم بالحق عند الله تعالى 🌷 ✍️ মুফতী গুলজার আলী মিসবাহী 🌎হেমতাবাদ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ🌎

Comments -

Posted On: 2022-06-19
আল্লাহ তা'আলা আপনাকে এর প্রতিদান দান করেন আমীন।
Md Saheb AkramPosted On: 2022-06-20
Mashaallah bahut khub bhai. Allah ta aala aap ke elm o amal me barkaten ata farmaye
সুবুর উদ্দিন সেখPosted On: 2022-06-20
মাশাআল্লাহ
সুবুর উদ্দিন সেখPosted On: 2022-06-20
মাশাআল্লাহ
Farooq nizamiPosted On: 2022-06-27
Masha allah pore khub valo laglo
Farooq nizamiPosted On: 2022-06-27
Masha allah pore khub valo laglo
Most Read Articles