মসজিদে প্রবেশ করার সময় এই ভুলটি করবেননা Mufti Amjad Hussain Simnani
🏵️ মসজিদে প্রবেশ করার সময় এই দুআ পাঠ করুন 🏵️
সম্মানিত সুধী! আমরা সচরাচর দেখতে পাই যখন কোন মানুষ মসজিদে প্রবেশ করে তখন শুধু «اﻟﻠﻬﻢ اﻓﺘﺢ ﻟﻲ ﺃﺑﻮاﺏ ﺭﺣﻤﺘﻚ» এই দুআটি পাঠ করে। তবে হাদিসের পর্যালোচনা থেকে বোঝা যায়, মসজিদে প্রবেশের সময় উক্ত দুআটি পাঠ করার পূর্বে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সালাম জানানো উচিত। তদ্রূপ মসজিদ থেকে বের হওয়ার সময় দুআ পাঠ করার পূর্বে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সালাম পেশ করাই হল সঠিক পদ্ধতি।
আর কিছু হাদিস শরীফের মধ্যে দরুদ ও সালাম উভয়ের কথা উল্লেখ করা হয়েছে। নিম্নে এই প্রসঙ্গে কিছু হাদিস তুলে ধরা হলো।
عن أَبَي حُمَيْدٍ أَوْ أَبَي أُسَيْدٍ الأَنْصَارِيَّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ لْيَقُلِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ فَإِذَا خَرَجَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
অর্থাৎ- আবূ হুমাইদ বা আবূ উসাইদ আনসারী রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ মাসজিদে প্রবেশকালে যেন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর সালাম পাঠ করে, অতঃপর যেন বলেঃ ‘হে আল্লাহ! আমার জন্য আপনার রহমাতের দরজাগুলো খুলে দিন।’ আর বের হওয়ার সময় যেন বলেঃ ‘হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি।
{{ সুনানে আবু দাউদ হাদিস নং-৪৬৫,, সুনানে ইবনে মাজাহ হাদিস নং-৮২১,, সুনানে দারেমী হাদিস নং-১৪৩৪,, মুস্তাখরাজ আবু আওয়ানা হাদিস নং-১২৩৪,, সহীহ ইবনে হিব্বান হাদিস নং-২০৪৮ }}
عَنْ فَاطِمَةَ بِنْتِ الْحُسَيْنِ عَنْ جَدَّتِهَا فَاطِمَةَ الْكُبْرَى قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَسَلَّمَ وَقَالَ: رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ. وَإِذَا خَرَجَ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَسَلَّمَ وَقَالَ: رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ
অর্থাৎ - হযরত ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দরুদ ও সালাম পেশ করতেন এবং বলতেনঃ "রাব্বিগ্-ফিরলী যুনূবী ওয়াফতাহ্ লি-আব্ওয়াবা রাহমাতিকা" আর যখন মসজিদ থেকে বের হতেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করতেন অতঃপর বলতেনঃ "রাব্বিগ্-ফিরলী যুনূবী ওয়াফতাহ্ লি-আব্ওয়াবা ফাযলিকা"
{{ সুনানে তিরমিযী হাদিস নং-৩১৫,, মুসনাদ আহমাদ হাদিস নং-২৬৪১৬,, মুসনাদ আবী ইয়ালা হাদিস নং-৬৮২২ }}
🌀 ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেনঃ حَدِيثُ فَاطِمَةَ حَدِيثٌ حَسَنٌ অর্থাৎ-হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে।
🌀 শায়েখ শুয়ায়েয আর্নাউৎ বলেন-ﺻﺤﻴﺢ ﻟﻐﻴﺮﻩ হাদিসটি সহীহ লি-গাইরিহী।
{{ তাখরীজুল মুসনাদ ৪৪/২৩}}
عَنْ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ يَقُولُ: بِسْمِ اللَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ. وَإِذَا خَرَجَ قَالَ: بِسْمِ اللَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ
অর্থাৎ- নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেনঃ "বিসমিল্লাহি, ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মাগ ফিরলী জুনূবী ওয়াফ্তাহ লি-আব্ওয়াবা রাহমাতিকা" আর যখন বের হতেন তখন বলতেনঃ "বিসমিল্লাহি, ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মাগ ফিরলী জুনূবী ওয়াফ্তাহ লি-আব্ওয়াবা ফাযলিকা"
{{ সুনানে ইবনে মাজাহ হাদিস নং-৮২০,, মুসান্নাফ ইবনে আবী শাইবাহ ৬/৯৬ হাদিস নং-২৯৭৬৪,, মুসনাদ আহমাদ হাদিস নং-২৬৪১৭,, মুসনাদ আবী ইয়ালা হাদিস নং-৬৭৫৪ }}
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ وَلْيَقُلِ اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
অর্থাৎ- হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাম পেশ করবে অতঃপর বলবে, "আল্লাহুম্মাফ তাহলী আব্ওয়াবা রাহমাতিকা" আর যখন মসজিদ থেকে বের হবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাম পেশ করবে অতঃপর বলবে "আল্লাহুম্মা আ'সিমনী মিনাশ শায়তানির রাজীম"
{{ সুনানে ইবনে মাজাহ হাদিস নং-৮২২,, সহীহ ইবনে খুযাইমাহ হাদিস নং-৪৫২,, সুনানে কুবরা নাসাঈ হাদিস নং-৯৮৩৮,, সহীহ ইবনে হিব্বান হাদিস নং-২০৪৭,,
🌀 শায়েখ নাসিরুদ্দিন আলবানী সাহেব বলেনঃ ﺇﺳﻨﺎﺩﻩ ﺟﻴﺪ ﻭﻫﻮ ﻋﻠﻰ ﺷﺮﻁ ﻣﺴﻠﻢ
হাদিসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।
{{ সহীহ ইবনে খুযাইমাহ ১/২৩১}}
ﻋﻦ ﻋﻠﻘﻤﺔ، ﺃﻧﻪ ﻛﺎﻥ ﺇﺫا ﺩﺧﻞ اﻟﻤﺴﺠﺪ ﻗﺎﻝ: ﺳﻼﻡ ﻋﻠﻴﻚ ﺃﻳﻬﺎ اﻟﻨﺒﻲ ﻭﺭﺣﻤﺔ اﻟﻠﻪ ﻭﺑﺮﻛﺎﺗﻪ، ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻭﻣﻼﺋﻜﺘﻪ ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ
অর্থাৎ- হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেনঃ "সালামুন আলাইকা আইয়ুহান নাবীয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু ওয়া মালাইকাতাহু আলা মুহাম্মাদ"
{{ মুসান্নাফ ইবনে আবী শাইবাহ ৬/৯৭ হাদিস নং-২৯৭৬৯,, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ১/৪২৭ হাদিস নং-১৬৬৯,, মুসনাদ ইবনুল জা'দ ১/৩৬৭ হাদিস নং-২৫২৮ }}
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﻟﻲ ﻛﻌﺐ " ﺇﺫا ﺩﺧﻠﺖ اﻟﻤﺴﺠﺪ ﻓﺴﻠﻢ ﻋﻠﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﻗﻞ: اﻟﻠﻬﻢ اﻓﺘﺢ ﻟﻲ ﺃﺑﻮاﺏ ﺭﺣﻤﺘﻚ، ﻭﺇﺫا ﺧﺮﺟﺖ ﻓﺴﻠﻢ ﻋﻠﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﻗﻞ: اﻟﻠﻬﻢ اﺣﻔﻈﻨﻲ ﻣﻦ اﻟﺸﻴﻄﺎﻥ
অর্থাৎ- হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমাকে হযরত কা'ব বলেনঃ তুমি যখন মসজিদে প্রবেশ করবে তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সালাম পেশ করবে, অতঃপর বলবে "আল্লাহুম্মাফ তাহলী আব্ওয়াবা রাহমাতিকা" আর যখন মসজিদ থেকে বের হবে, তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সালাম পেশ করবে আর বলবে "আল্লাহুম্মাহ্ ফিযনী মিনাশ শায়তান"
{{ মুসান্নাফ ইবনে আবী শাইবাহ ১/২৯৮ হাদিস নং-৩৪১৫,, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ১/৪২৭ হাদিস নং-১৬৭০,, সুনানে কুবরা নাসাঈ হাদিস নং-৯৮৩৯,, আল-আওসাত ফিস সুনান ৩/৭০ হাদিস নং-১২৪৯ }}
ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ ﻛﺎﻥ ﺇﺫا ﺩﺧﻞ اﻟﻤﺴﺠﺪ، ﻗﺎﻝ: ﺑﺴﻢ اﻟﻠﻪ، ﻭاﻟﺴﻼﻡ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
অর্থাৎ- হযরত আ'মাশ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। বিখ্যাত তাবেয়ী হযরত ইব্রাহিম নাখয়ী রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেনঃ "বিসমিল্লাহি ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম"
{{ মুসান্নাফ ইবনে আবী শাইবাহ ৬/৯৭ হাদিস নং-২৯৭৭০ }}
ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ: ﺃﻥ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺳﻼﻡ ﻛﺎﻥ ﺇﺫا ﺩﺧﻞ اﻟﻤﺴﺠﺪ ﺳﻠﻢ ﻋﻠﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﻗﺎﻝ: اﻟﻠﻬﻢ اﻓﺘﺢ ﻟﻲ ﺃﺑﻮاﺏ ﺭﺣﻤﺘﻚ، ﻭﺇﺫا ﺧﺮﺝ ﺳﻠﻢ ﻋﻠﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺗﻌﻮﺫ ﻣﻦ اﻟﺸﻴﻄﺎﻥ
অর্থাৎ- হযরত মুহাম্মদ বিন আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত। নিশ্চয়ই আব্দুল্লাহ বিন সালাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সালাম পেশ করতেন এবং বলতেনঃ "আল্লাহুম্মাফ তাহলী আব্ওয়াবা রাহমাতিকা" আর যখন বের হতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সালাম পেশ করতেন এবং শয়তান থেকে পানাহ চাইতেন।
{{ মুসান্নাফ ইবনে আবী শাইবাহ ৬/৯৭ হাদিস নং-২৯৭৬৮,,
সম্মানিত সুধী! উপরোক্ত হাদিস সমূহের পরিপ্রেক্ষিতে একথা দিবালোকের ন্যায় প্রতিষ্ঠিত হয় যে, মসজিদে প্রবেশের সময় দরুদ ও সালাম পেশ করার কথা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখে উচ্চারণ করেননি বরং তা নিজেই বাস্তবায়নো করেছেন। তদ্রূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অন্যান্য সাহাবা ও তাবেয়ীনগণ মসজিদ প্রবেশের সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি সালাম পেশ করতেন। অতএব আমাদেরও উচিত মসজিদ প্রবেশের সময় প্রথমে প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাম পেশ করা অতঃপর দুআ পাঠ করা।
বিশেষ দ্রষ্টব্য:- হাদিস শরীফের মধ্যে যেহেতু মসজিদ প্রবেশের সময় কোন নির্দিষ্ট সালাম ব্যক্ত করা হয়নি তাই যেকোনো সালাম পেশ করা যেতে পারে।
والله اعلم بالصواب
✍️ মুফতি আমজাদ হুসাইন সিমনানী
🌍কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত 🌍
Comments -