KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
কোন পীর বা ওলীকে নবীর সমতুল্য বা তাঁর থেকেও উত্তম বলার শরয়ী বিধান, keyofislam, KEY OF ISLAM, keyofislam.com,
কোন পীর বা ওলীকে নবীর সমতুল্য বা তাঁর থেকেও উত্তম বলার শরয়ী বিধান! প্রশ্ন:- ওলামায়ে কেরাম কি বলেন এ মাসআলা প্রসঙ্গে যে, খালিদ নামে এক ব্যক্তি বলে যে, *"কিছু ওলী ও পীর, নবী থেকেও উত্তম।"* সুতরাং খালিদের কথা সঠিক না ভুল? দলীল সহকারে উত্তর প্রদান করবেন। بسم الله الرحمن الرحیم الجواب بعون الملك الوھاب اللھم ھدایة الحق والصواب *উত্তর:-* যে কোন ওলী, পীর বা যে নবী নয় এমন কোন ব্যক্তি যতই বড় মর্যাদা সম্পন্ন হোন না কেন, কোন নবী (আলাইহিস সালাম) থেকে উত্তম বা তাঁর সমতুল্য হতে পারেন না। যদি কেউ কোন ওলী, পীর বা নবী নয় এমন কোন ব্যক্তিকে, কোন নবীর সমতুল্য বা তাঁর থেকেও উত্তম মনে করে, তাহলে সে কাফির। সুতরাং খালিদের কথা সম্পূর্ণভাবে ভুল এবং কুফরী। তার উপরে অবিলম্বে তাওবা করা, পুণরায় ইসলাম ধর্ম গ্রহণ করা ও বিবাহিত হলে পুণরায় নিজ স্ত্রীকে বিবাহ করা ফরয। কোন শর্তযুক্ত পীরের মুরীদ হলে পুণরায় মুরীদ হবে। অন্যথায় মুসলমানেরা তার সাথে সমস্ত রকমের ইসলামী সম্পর্ক বিচ্ছেদ করে দিবে। *মিনাহুর রাওযিল আযহার ফি শারহিল ফিক্বহিল আকবার* নামক গ্ৰন্থে রয়েছে: أنّ الولي لا یبلغ درجة النبي، فما نقل عن بعض الکرامیة من جواز کون الولي أفضل من النبي کفر وضلالة অনুবাদ:- নিশ্চয়ই ওলী কোন নবীর মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারেন না। আর কিছু কারামিয়াহ (একটি পথভ্রষ্ট দল) যে বলে, "ওলী নবী থেকেও উত্তম" একথা কুফরী এবং পথভ্রষ্টতা। (পৃষ্ঠা: 349) নবীদের মর্যাদা ওলীগণ থেকে উত্তম। *আল মু'তাক্বাদুল মুনতাক্বাদ* নামক কিতাবে রয়েছে: إنّ نبیاً واحداً أفضل عند اللّٰه من جمیع الأولیاء، ومن فضّل ولیّاً علی نبي یخشی الکفر بل ھو کافر অনুবাদ:-একজন নবী আল্লাহর নিকটে সমস্ত ওলী থেকে উত্তম। যে ব্যক্তি কোন ওলীকে নবী থেকেও উত্তম সাব্যস্ত করবে, তার সম্পর্কে কুফরী হওয়ার ভয় রয়েছে বরং সে কাফির। *ফাতাওয়া রাযাবিয়াহ* -এর মধ্যে বিদ্যমান: "যে কেউ নবী নয় এমন কোন ব্যক্তিকে নবী থেকেও উত্তম বলবে, সে হল মুসলমানদের সর্বসম্মতিক্রমে কাফির ও বে-দ্বীন।" (অনুদিত ফাতাওয়া রাযাবিয়াহ, খন্ড: 14, পৃষ্ঠা: 263) *বাহারে শরীআত* -এর মধ্যে রয়েছে: "আম্বিয়ায়ে কেরাম সমস্ত সৃষ্টি এমনকি ফিরিশতাদের থেকেও উত্তম। ওলীগণ যতই বড় মর্যাদা সম্পন্ন হোন না কেন, কোন নবীর সমতুল্য হতে পারেন না। যদি কেউ নবী নয় এমন কাউকে নবী থেকেও উত্তম বা সমতুল্য মনে করে, সে কাফির।" (বাহারে শরীআত, খন্ড:1, পৃষ্ঠা: 47, প্রকাশিত: দা'ওয়াতে ইসলামী) *والله اعلم بالصواب* *ইতি* *মুহাম্মদ আসমাউল হক* *মিসবাহী* জগদীশপুর, কালিয়াচক, মালদা। *শিক্ষক: জামিয়া মুহাম্মদিয়া মাদীনাতুল উলূম, ফুলবাড়ী, কমলাবাড়ী, ইংলিশ বাজার, মালদা, পশ্চিম বঙ্গ।* 06/04/1444 হিজরী 02/11/2022 খ্রিষ্টাব্দ রোজ: বুধবার *স্বীকৃতি প্রদান* ‌ উত্তরটি সঠিক হয়েছে। *গুলজার আলী মিসবাহী* হেমতাবাদ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। *শিক্ষক: এম. জি. এফ. মাদীনাতুল উলূম (সোসাইটি) খালতিপুর, কালিয়াচক, মালদা, পশ্চিম বঙ্গ, ভারত।* 06/04/1444 হিজরী 02/11/2022 খ্রিষ্টাব্দ রোজ: বুধবার

Comments -

Posted On: 2022-11-04
এসব মাসআলার খুবই প্রয়োজন।
Golam Mustafa AshrafiPosted On: 2022-12-18
হুজুর DJ বাজিয়ে পিকনিক খাওয়ার উপর একটা আর্টিকেল তাড়াতাড়ি লেখার প্রয়োজন মনে করছি।
Most Read Articles