KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
কিছু অজানা তথ্য যা প্রত্যেক মুসলিমকে জানা অতি জরুরী। Mufti Alimuddin Mazhari
কিছু অজানা তথ্য যা প্রত্যেক মুসলিমকে জানা অতি জরুরী। 🌼বড় আফসোসের বিষয় যে, এই কথা গুলো প্রচার করা হয় না🌼 اہل سنت کا بیڑا پار ہے اصحاب حضور نجم ہے اور ناؤ ہے عترت رسول اللہ کی ১/👉 চতুর্থ খলিফা প্রিয় নবীর জামাতা হাযরাত *আলী* রাদিয়াল্লাহু তায়ালা আনহু কা'বা ঘরের ভিতরে জন্ম গ্রহণ করেছিলেন, আলহামদু লিল্লাহ, এটা ব্যাপক ভাবে প্রচার হয়ে আছে, ভালো কথা। কিন্তু আরও একজন মহাপুরুষ, যিনি উম্মুল মুমেনীন হাযরাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তায়ালা আনহার আপন কাকাতু ভাই, সেই সুত্রে তিনি হুযূর আলাইহিস সালামের কাকাতু শালা, যিনি কোরাইশ বংশের সম্মানিত একজন সরদার হাযরাত *হাকীম* বিন হেযাম রাদিয়াল্লাহু তায়ালা আনহু তিনিও কা'বা ঘরে জন্ম গ্রহণ করেছিলেন, কিন্তু দূঃখের বিষয় হলো যে, এটা প্রচার করা হয় না। (বিস্তারিত জানতে দেখুন- সিরাতুল মুস্তাফা ৮০ পৃষ্ঠা) ২/ 👉চতুর্থ খলিফা নূর নবীর জামাতা হাযরাত *আলী* রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে *আসাদুল্লাহ* অর্থাৎ- শেরে খোদা বা আল্লাহ'র সিংহ বলা হয়, হ্যাঁ তিনি অবশ্যই আল্লাহ'র সিংহ, এতে কোন সন্দেহ নাই। আলহামদু লিল্লাহ, এটারও যথেষ্ট প্রচার রয়েছে। কিন্তু মহা নবী হুযূর আলাইহিস সালামের প্রান প্রিয় আপন কাকা হাযরাত *হামযাহ* রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে *আসাদুল্লাহ* এবং *আসাদুর রাসূল* দুটোই বলা হয়েছে, যার অর্থ হলো, তিনি আল্লাহ'রও সিংহ তিনি রাসূলেরও সিংহ, তিনি ডাবল সিংহ, অথচ এটা প্রচারের আলোতে তেমন আনা হয় না, এই দুঃখ রাখার জায়গা আছে কি?? ৩/👉 নাওয়াসায়ে মুস্তাফা *ইমাম হুসাইন* রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে সায়্যেদুশ শুহাদা অর্থাৎ- শহীদগনের সরদার খেতাব দেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই তিনি শহিদগনের সরদার শহীদগনের সরদার, এতে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই। কিন্তু মহা নবীর প্রান প্রিয় আপন কাকা হাযরাত *হামযাহ* রাদিয়াল্লাহু তায়ালা আনহুকেও তো সায়্যেদুশ শুহাদা অর্থাৎ-শহীদগনের সরদার খেতাবে ভূষিত করা হয়েছে, অথচ এটা তেমন ভাবে প্রচার করা হয় না। (বিস্তারিত জানতে দেখুন- সিরাতুল মুস্তাফা ৫২২পৃষ্ঠা) ৪/👉৬১ হিজরীতে ১০ই মহরম আশুরার দিন শুক্রবার কারবালার প্রান্তরে নাওয়াসায়ে মুস্তাফা শাহযাদায়ে হাযরাত আলী হাযরাত *ইমাম হুসাইন* রাদিয়াল্লাহু তায়ালা আনহুর শরীর মুবারাকের ৭২টি জায়গা জখম হয়েছিল বলে জানা যায়, এটা ব্যাপক ভাবে প্রচার করা হয়েছে, এর জন্য সত্যি তামাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত ব্যথিত ও মর্মাহত এটা বলারও অপেক্ষা রাখেনা। কিন্তু তৃতীয় হিজরীতে ওহুদের যুদ্ধে ইসলামকে রক্ষা করতে গিয়ে শ্রেষ্ঠ নবীর ঢাল সেজে কাফিরদের মোকাবেলা করতে গিয়ে সাহাবিয়ে রাসূল হাযরাত *ত্বালহা* রাদিয়াল্লাহু তায়ালা আনহুর শরীর মুবারাকেও সত্তরের উর্ধে জখম লেগেছিল বলে নির্ভরযোগ্য সূত্রে প্রমানিত আছে। অচথ তুলনা মূলক ভাবে এই কথা প্রচার করা হয়না বললেই চলে। এশিয়া মহাদেশ বিখ্যাত মুহাদ্দিস শাইখুল হাদীস ফাক্বিহুল হিন্দ শারেহে বোখারী হাযরাত আল্লামা মুফতী শারীফুল হক্ব আমজাদী আলাইহির রহমা, তাঁর নুযহাতুল ক্বারী শারহে বোখারীর সপ্তম খন্ডের ১৩৪ পৃষ্ঠায় হাযরাত ত্বালহা রাদিয়াল্লাহু তায়ালা আনহুর এই মর্মান্তিক ঘটনাটি উল্লেখ করে, এই রকম ঘটনা গুলি ব্যাপক ভাবে বয়ান না করার জন্য বক্তাদেরকে সতর্ক করেছেন এবং তাদের জন্য হেদায়াতের দুওয়া করেছেন। ৫/👉 হাযরাত *ইমাম হাসান* ও হাযরাত *ইমাম হুসাইন* রাদিয়াল্লাহু তায়ালা আনহুমা, দুই ইমামের শরীর মুবারকের আকৃতি অর্ধেক অর্ধেক করে মিলিয়ে দেখলে বাহ্যিক ভাবে দেখতে শেষ নবী নূর নবী হুযূর আলাইহিস সালামের মত ছিল বলে প্রমানিত। খুব সুন্দর কথা, মাশাআল্লাহ, এটাও ব্যাপক ভাবে প্রচার হয়েছে। আলহামদু লিল্লাহ। কিন্তু দুই ইমাম ছাড়াও আরও অনেক সাহাবী ও অন্যান্য সম্মানিত কিছু ব্যক্তিবর্গও বাহ্যিক আকৃতিতে অবয়বে দেখতে হুযূর আলাইহিস সালামের মত ছিলেন,যাদের সংখ্যা মোট আঠারো। তাদের মধ্যে *খাতুনে জান্নাত* *হাযরাত আবু সুফিয়ান* এবং *ইমাম মাহদী* রাদিয়াল্লাহু তায়ালা আনহুও রয়েছেন। অথচ ইনাদের কথা তেমন প্রচার করা হয় না বললেই চলে। (বিস্তারিত জানতে দেখুন-নুযহাতুল ক্বারী শারহে বোখারী সপ্তম খন্ড ১৫১পৃষ্ঠা) বিঃ দ্রঃ- এই রকম উদাহরণ অনেক আছে, কেবল নমুনা স্বরুপ কয়েকটি এখানে তুলে ধরা হলো। এর পিছনে কিছুটা হলেও রাফেযী শিয়াদের হাত নাই তো?? একটু ভেবে দেখবেন। আল্লাহ তায়ালা যেন সকলকে আহলে বায়েত এবং সমস্ত সাহাবায়ে কেরামের যথাযথ সম্মান করার তাওফীক দান করেন। আমীন ইয়া রব্বাল আলামীন। ✍️ খাদিমে আহলে সুন্নাত ওয়া জামায়াত ফাকীহে বাঙ্গাল মুফতী আলীমুদ্দিন রেজবী মাযহারী জঙ্গীপুরী। তাং- ৩১/০৭/২০২২

Comments -

Md Mahafuz AlamPosted On: 2022-08-01
মাশাল্লাহ খুব সুন্দর, এইরকম একটি আর্টিকেল মহিলাদের মাজার ভ্রমণ উদ্দেশ্যে দেওয়া খুব জরুরী।
Most Read Articles