KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
মহরমে প্রচলিত তাজিয়া বানানোর জন্য চাঁদা দেয়া যাবে কিনা? Mufti Gulzar misbahi
প্রশ্ন:- তাজিয়া বানানোর জন্য চাঁদা দেয়া যাবে কিনা? উত্তর:- যেরূপভাবে প্রচলিত তাজিয়া বানানো হারাম তদ্রুপ তাজিয়া বানানোর জন্য চাঁদা দেয়াও নাজায়েয। কারণ, হারাম কাজে সাহায্য করাও নাজায়েয ও গুনাহ। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন: وَتَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَالتَّقْوٰی وَلَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ অনুবাদ:- এবং সৎ ও খোদাভীরুতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো। আর পাপ ও সীমা লংঘনে এক অপরের সাহায্য করো না। এবং আল্লাহকে ভয় করতে থাকো। নিশ্চয় আল্লাহর শাস্তি কঠোর ‌। (পারা 6, সুরা মা-ইদাহ, আয়াত 2) হযরত আল্লামা শাহ আব্দুল আযীয মুহাদ্দিসে দেহেলবী রহমতুল্লাহি তা'আলা আলাইহি -কে প্রশ্ন করা হয় যে, তাজিয়াতে সাহায্য করা কিরূপ? এর উত্তরে তিনি বলেন: "এটাও নাজায়েয। কারণ, এতে গুনাহের মধ্যে সাহায্য করা হয় আর গুনাহের মধ্যে সাহায্য করা জায়েয নেই।" (ফাতাওয়া আযীযিয়াহ, খন্ড: 1, পৃষ্ঠা: 77) হুযূর আলা হযরত রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন: "তাজিয়াতে কোন প্রকারের সাহায্য করা জায়েয নেই।" (ফাতাওয়া রাযাবীয়াহ, খন্ড: 24, পৃষ্ঠা: 507) হুযূর সাদরূশ শারীয়াহ মুফতী আমজাদ আলী আযমী রহমতুল্লাহি আলাইহি বলেন: "যেরূপভাবে তাজিয়া বানানো নাজায়েয অনুরূপভাবে তার মধ্যে সাহায্য করাও নাজায়েয।" (ফাতাওয়া আমজাদিয়াহ, খন্ড: 4, পৃষ্ঠা: 185) ইতি: ✍️ মুফতী গুলজার আলী মিসবাহী 🌍হেমতাবাদ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। শিক্ষক: মাদ্রাসা গৌসিয়া ফাসীহিয়া মাদীনাতুল উলূম (সোসাইটি) খালতিপুর, কালিয়াচক, মালদা, পশ্চিম বঙ্গ, ভারত।🌍 14/12/1443 হিজরী 14/07/2022 খ্রিষ্টাব্দ রোজ- বৃহস্পতিবার

Comments -

Posted On: 2022-07-14
খুবই সুন্দর ফাতওয়া।
Ashiqur RahamanPosted On: 2022-07-14
Ma sha Allah
Posted On: 2022-07-14
Arkan IslamPosted On: 2022-07-14
তাজিয়া যেখানে সেখানে হয় সেগুলি সব হারাম কাজ তাহলে
Arkan IslamPosted On: 2022-07-14
আজমীর শরীফ, কাছোছা‌ মোকাদ্দাসা এবং বহু দরবার শরীফ খানকা শরীফ তাহলে কি হারাম কাজ করে চলেছেন। আমার মনে হয় তাজিয়া দু ধরনের হতে পারে এক হারাম এক জায়েজ হয়তো। একটু ক্লিয়ার করবেন।। কোন তাজিয়া হারাম এটি যদি একটু বলতেন তাহলে উপকার হত।
Posted On: 2022-07-14
Bhai Arkan islam! অপেক্ষা কর। আর একটি পোস্ট করা হবে সেখানে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তায়ালা।
ANSAR ALIPosted On: 2022-07-15
মাশাল্লাহ খুব সুন্দর ফতোয়া দিয়েছেন.
KAZI SAMIM IKBALPosted On: 2022-07-20
মাশাআল্লাহ
KAZI SAMIM IKBALPosted On: 2022-07-20
মাশাআল্লাহ
Gulzar HussainPosted On: 2022-07-25
Posted On: 2022-07-26
Very good topic 🌷🌷🌷♥️♥️♥️
Most Read Articles