KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
গাভীন পশুর কুরবানী হবে কিনা ?
প্রশ্ন:-👉 গাভীন জন্তুর কুরবানী হবে কিনা? উত্তর:-👉 শরীয়ত মতে গাভীন (গর্ভবতী) পশুর কুরবানী অপছন্দনীয়; কিন্তু কুরবানী হয়ে যাবে। আর যদি শুধু মাত্র পনেরো-কুড়ি দিনের গাভীন হয়, তাহলে কোন রকমের অসুবিধা নেই। ফাতাওয়া হিন্দীয়া'র মধ্যে বিদ্যমান - شاۃ او بقرۃ اشرفت علی الولادة قالوا یکرہ ذبحھا অর্থাৎ:- ছাগল অথবা গরুর বাচ্চা যদি জন্মের কাছাকাছি হয়, তাহলে ফোক্বাহায়ে কেরাম তা জবাই করাকে মাকরুহ বা অপছন্দ সাব্যস্ত করেছেন। (ফাতাহওয়া হিন্দীয়া, খন্ড: 5, পৃষ্ঠা: 354) ফাতাওয়া রাযাবীয়াহ -এর মধ্যে রয়েছে- "গাভীন পশুর কুরবানী করা যদিও সুদ্ধ; কিন্তু অপছন্দনীয়।" (ফাতাওয়া রাযাবীয়াহ, খন্ড: 20 পৃষ্ঠা: 370) ফাতাওয়া আমজাদীয়াহ -এর মধ্যে রয়েছে- "গাভীন জন্তুর কুরবানীও হতে পারে। তবে যদি গাভীন হওয়া জানা থাকে তাহলে , (কুরবানী করা থেকে) বেঁচে থাকা ভালো। আর যদি শুধুমাত্র পনেরো-কুড়ি দিনের গাভীন হয়, তাহলে কোন অসুবিধা নেই।" (ফাতাওয়া আমজাদিয়া, খন্ড: 3, পৃষ্ঠা: 328) বিশেষ দ্রষ্টব্য:- যে পশুর কুরবানী করল আর তার পেটে যদি জীবিত বাচ্চা পাওয়া যায় তাহলে তাকেও জবাই করে দিবে। এবং তা ব্যবহারে নিয়ে আসতে পারে (অর্থাৎ খেতে পারে)। আর যদি মৃত বাচ্চা হয়, তাহলে তা ফেলে দিবে। কারণ, সেটি মুরদার। (বাহারে শরীয়ত, হিসসা 15, পৃষ্ঠা: 348, দা'ওয়াতে ইসলামী) والله اعلم بالصواب ইতি ✍️ মুফতী গুলজার আলী মিসবাহী 🌍হেমতাবাদ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ,ভারত।🌎 02/12/1443 হিজরী 02/07/2022 খ্রিষ্টাব্দ রোজ - শনিবার

Comments -

Posted On: 2022-07-02
খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ পোস্ট।
Posted On: 2022-07-02
Posted On: 2022-07-02
পোষ্টটি পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না।
sahinur barkatiPosted On: 2022-07-02
মাশা আল্লাহ খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে
Riyajuddin rezbiPosted On: 2022-07-04
Most Read Articles