KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
সহীহ হাদীস হতে তিন রাক'আত বিতর নামাজের প্রমাণাদি
💥 সহীহ হাদীস হতে তিন রাক'আত বিতর নামাজের প্রমাণাদি💥 🌼 সম্মানিত পাঠকবৃন্দ! বিতর নামাজের রাক'আত সংখ্যা প্রসঙ্গে কিছু মতবিরোধ পরিলক্ষিত হলেও হাদীস সমূহের সূক্ষ্ম পর্যবেক্ষণ দ্বারা এটাই সাব্যস্ত হয় যে, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা তিন রাক'আত বিতর নামাজ আদায় করতেন। তদ্রুপ সংখ্যাগরিষ্ঠ সাহাবা ও তাবেয়ীন রাদিয়াল্লাহু তা'লা আনহুম তিন রাক'আত বিতর নামাজ আদায় করতেন। তাই ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিতর নামাজের ক্ষেত্রে তিন রাক'আত কেই নির্ধারণ করেছেন। হাদীস শাস্ত্রে তিন রাক'আত বিতর নামাজ সম্পর্কে বহু হাদীস বিদ্যমান তন্মধ্যে কিছু নিম্নে প্রদত্ত হলো। عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا অর্থাৎ- আবূ সালামাহ্ ইবনু আবদুর রাহমান রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি ‘আয়িশাহ্ রাদিআল্লাহু আনহা-কে জিজ্ঞেস করেন, রমাদান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নামাজ কেমন ছিল? তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদান মাসে এবং অন্যান্য মাসে (রাতে) এগারো রাক‘আতের অধিক নামাজ আদায় করতেন না। তিনি চার রাক‘আত নামাজ আদায় করতেন। তুমি সেই নামাজের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর চার রাক‘আত নামাজ আদায় করতেন, এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর তিনি তিন রাক‘আত (বিতর) নামাজ আদায় করতেন। {{ সহীহ বুখারী হাদিস নং-1147,, সহীহ মুসলিম হাদিস নং-1757,, সুনানে আবু দাউদ হাদিস নং-1343,, মুসান্নাফ আব্দুর রাজ্জাক খন্ড-3 পৃষ্ঠা-38 হাদিস নং-4711,, মুসনাদ ইসহাক খন্ড-2 পৃষ্ঠা-555 হাদিস নং-1130,, সুনানে তিরমিযী হাদিস নং-439,, সুনানে কুবরা নাসাঈ খন্ড-2 পৃষ্ঠা-162 হাদিস নং-1425,, সহীহ ইবনে খুযাইমা খন্ড-1 পৃষ্ঠা-30 হদিস নং-49,, সুনানে কুবরা বাইহাকী খন্ড-2 পৃষ্ঠা-698 হাদিস নং-4285,, সহীহ ইবনে হিব্বান হাদিস নং-2430 }} 🌼 উক্ত হাদীসটি বিভিন্ন গ্রন্থে বিশুদ্ধ ও সহীহ সনদে বর্ণিত হয়েছে। أَبَا سَلَمَةَ قَالَ أَتَيْتُ عَائِشَةَ فَقُلْتُ أَيْ أُمَّهْ أَخْبِرِينِي عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَتْ كَانَتْ صَلاَتُهُ فِي شَهْرِ رَمَضَانَ وَغَيْرِهِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً بِاللَّيْلِ مِنْهَا رَكْعَتَا الْفَجْرِ. অর্থাৎ- আবূ সালামা রাদিআল্লাহু আনহু বলেন, আমি হযরত আয়িশা রাদিআল্লাহু আনহা-এর কাছে গিয়ে বললাম, হে আম্মাজান! আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামাজ সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, তাঁর নামাজ ছিল রমাদান এবং রমাদানের বাইরে রাতের বেলায় তের রাক’আত। এর মধ্যে ফজরের দু’রাক’আত (সুন্নাত)-ও রয়েছে। {{ সহীহ মুসলিম হাদীস নং-1760,, মুসান্নাফ ইবনে আবী শাইবা খন্ড-2 পৃষ্ঠা-234 হাদীস নং-8486,, সুনানে কুবরা নাসাঈ খন্ড-1 পৃষ্ঠা-256 হাদীস নং-454,, শারহি মায়ানিল আসার খন্ড-1 পৃষ্ঠা-282 হাদীস নং-1680,, সুনানে কুবরা বাইহাকী খন্ড-3 পৃষ্ঠা-9 হাদীস নং-4674 }} 🌼 উক্ত হাদীসটিও সহীহ সনদে বর্ণিত হয়েছে। ✴️ ব্যাখ্যা:- সম্মানিত মুসলিম সমাজ! উপরে উল্লেখিত হাদীসদ্বয় হতে আমরা বুঝতে পারি যে, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা বছর এগারো রাক'আত নামাজ আদায় করতেন। তন্মধ্যে আট রাক'আত ছিল তাহাজ্জুদের (কারণ নাবী কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রতি তাহাজ্জুদ নামাজ ছিল ফরজ যা তিনি সারা বছর আদায় করতেন) বাকি তিন রাক'আত ছিল বিতর নামাজ। যা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারাবছর তিন রাক'আত বিতরের নামাজ আদায় করতেন। কিছু হাদীসে পাওয়া যায়, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই'শার নামাজের পর তের রাক'আত নামাজ আদায় করতেন। তবে সেই সমস্ত হাদীসসমূহের সঠিকভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে, সেখানেও তিন রাক'আত বিতর নামাজ উল্লেখ হয়েছে বাকি আট রাক'আত তাহাজ্জুদ নামাজ এবং দুই রাক'আত হয়তো নফল অথবা ফজরের সুন্নত কে মিলিয়ে মোট তের রাক'আত ব্যক্ত করা হয়েছে। তন্মধ্যে কিছু হাদীস নিম্নে নিম্নে প্রদত্ত হলো- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا الْوِتْرُ وَرَكْعَتَا الْفَجْرِ অর্থাৎ- হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত্রিবেলা তের রাক'আত নামাজ আদায় করতেন। তাতে বিতর ও ফজরের দুই রাক'আত-ও হত। {{ সহীহ বুখারী হাদীস-১১৪০,, সুনানে কুবরা বাইহাকী খন্ড-৩ পৃষ্ঠা-১০ হাদীস-৪৬৭৫,, মিশকাত হাদীস নং-১১৯১,, জামেয় সাগীর হাদীস নং-৯১০০ }} 🌼 হাদীসটি বিভিন্ন গ্রন্থে সহীহ সনদে বর্ণিত হয়েছে। عَنْ عُرْوَةَ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً بِرَكْعَتَيِ الْفَجْرِ অর্থাৎ- হযরত উরোয়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। হযরত আয়েশাহ রাদিআল্লাহু আনহা সংবাদ প্রদান করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (রাতের বেলা) ফজরের দু’ রাক'আত (সুন্নাত) সহ তের রাক’আত নামাজ আদায় করতেন। {{ সহীহ মুসলিম হাদীস নং-1756,, মুসনাদ আহমাদ হাদীস নং-25858,, সুনানে ইবনে মাজাহ হাদীস নং-1421 }} 🌼হাদীস টি বিভিন্ন গ্রন্থে সহীহ সনদে বর্ণিত হয়েছে। عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ كَانَ يُصَلِّي ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً يُصَلِّي ثَمَانَ رَكَعَاتٍ ثُمَّ يُوتِرُ ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ. অর্থাৎ- আবূ সালামাহ রাদিআল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশা রাদিআল্লাহু আনহা কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তিনি তের রাক'আত নামাজ আদায় করতেন। আট রাক’আত (তাহাজ্জুদ) নামাজ আদায় করতেন, তারপর (তিন রাক'আত) বিতর। পরে বসে দু' রাক'আত (নফল) নামাজ আদায় করতেন এবং যখন রুকু করার ইচ্ছা করতেন তখন উঠে রুকু করতেন। তারপর আযান ও ইকামতের মাঝে দু-রাক'আত (ফজরের সুন্নত) আদায় করতেন। {{ সহীহ মুসলিম হাদিস নং-1758,, সুনানে দারেমী হাদিস নং-1515,, সুনানে কুবরা নাসাঈ খন্ড- 1 প পৃষ্ঠা-254 হাদিস নং-450,, সহীহ ইবনে খুযাইমা খন্ড-2 পৃষ্ঠা-257 হাদিস নং-1102,, সহীহ ইবনে হিব্বান হাদিস নং-2634 }} 🌼 হাদীসটি বিভিন্ন গ্রন্থে সহীহ সনদে বর্ণিত হয়েছে। عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ وَعَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ فَقَالاَ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا ثَمَانٍ وَيُوتِرُ بِثَلاَثٍ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْفَجْرِ. অর্থাৎ- হযরত আমির সা'য়াবী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ও হযরত আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহুমা কে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাতের নামাজের প্রসঙ্গে জিজ্ঞেস করলাম তারা উভয়ে উত্তর দিলেন (তিনি রাত্রে মোট) তের রাকআত নামাজ আদায় করতেন। তন্মধ্যে আট রাক'আত (তাহাজ্জুদ), তিন রাক'আত (বিতর) ও দুই রাক'আত ফজরের সুন্নত। {{ সুনানে ইবনে মাজাহ হাদীস নং-১৪২৩,, শারহে মাআনিল আছার খন্ড-১ পৃষ্ঠা-২৭৯ হাদীস নং-১৬৬৮,, মু'জামে আওসাত ১/৫৮ হাদিস নং-১৬২,, মুজামে কাবীর তাবরানী খন্ড-১২ পৃষ্ঠা-৯১ হাদিস নং-১২৫৬৮,, উমদাতুল কারী খন্ড-৪ পৃষ্ঠা-২৫২০ }} ﻋﻦ ﻋﺎﻣﺮ اﻟﺸﻌﺒﻲ ﻗﺎﻝ: ﻗﺪﻣﺖ اﻟﻤﺪﻳﻨﺔ، ﻓﺴﺄﻟﺖ ﻋﻦ ﺻﻼﺓ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺎﻟﻠﻴﻞ؟ ﻓﺄﺟﻤﻌﻮا ﻋﻠﻰ ﺛﻼﺙ ﻋﺸﺮﺓ، ﻣﻨﻬﺎ اﻟﻮﺗﺮ، ﻭﺭﻛﻌﺘﻴﻦ ﻗﺒﻞ اﻟﻔﺠﺮ অর্থাৎ- হযরত আমির শা'য়াবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি মদিনা শরীফ এসে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তারা তের রাকআতের উপর একমত হলেন। তন্মধ্যে ( তিন রাক'আত ) বিতর ও দুই রাক'আত ফজরের সুন্নত ছিল। {{ মুজামে আওসাত তাবরানী খন্ড-1 পৃষ্ঠা-58 }} 🌼 সম্মানিত পাঠকবৃন্দ! উপরোল্লিখিত সমস্ত হাদীস সমূহ হতে দিবালোকের ন্যায় এ কথা প্রতীয়মান হলো যে, যে সমস্ত হাদীস শরীফে তেরো রাক'আত অথবা তার থেকে অধিক রাক'আতের বর্ণনা পাওয়া যায় সেখানেও মূলত তিন রাক'আতই বিতর নামাজ ছিল। সুতরাং সে সমস্ত হাদীসসমূহ কে উল্লেখ করে কেউ যদি তিন রাক'আত বিতর নামাজের বিরোধিতা করে তাহলে সেটা তার ভুল বুঝা ও ভুল বোঝানো সাব্যস্ত হবে। ✴️ এছাড়া আরো বহু হাদীসসমূহ হতে প্রতীয়মান হয় যে, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতরের নামাজ তিন রাক'আত আদায় করতেন। যেমন- ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻠﻤﺔ، «ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﻳﻮﺗﺮ ﺑﺛﻼﺙ ﻣﻦ ﺁﺧﺮ اﻟﻠﻴﻞ অর্থাৎ- হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত।(তিনি বলেন) নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত্রির শেষ ভাগে তিন রাক'আত বিতর নামাজ আদায় করতেন। {{ মুসান্নাফ ইবনে আবী শাইবা খন্ড-২ পৃষ্ঠা-৯১ হাদিস নং-৬৮৪৩ }} ﻋﻦ ﻋﻠﻲ: «ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﻳﻮﺗﺮ ﺑﺜﻼﺙ অর্থাৎ- হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। (তিনি বলেন) নিশ্চয়ই নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন রাক'আত বিতর আদায় করতেন। {{ মুসনাদ আহমাদ হাদিস নং-৬৮৫,, কান্জুল উম্মাল হাদিস নং-২১৮৮৩,, উমদাতুল কারী খন্ড-৭ পৃষ্ঠা-৫ }} 🌼শাইখ শুয়াইব আরনাউত বলেন, ﺣﺴﻦ ﻟﻐﻴﺮﻩ হাদীসটি হাসান লি-গাইরিহী। {{ তাখরীজুল মুসনাদ খন্ড-২ পৃষ্ঠা-১০১ }} ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﻛﺎﻥ ﻳﻮﺗﺮ ﺑﺜﻼﺙ অর্থাৎ- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নিশ্চয়ই নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাক'আত বিতর নামাজ আদায় করতেন। {{ মুজামে কাবীর তাবরানী খন্ড-১২ পৃষ্ঠা-১৫০ হাদিস নং-১২৭৩০,, মুসনাদে আহমদ হাদিস নং-২৭৪০ }} 🌼 শাইখ শুয়াইব আরনাউত বলেন, ﺻﺤﻴﺢ، ﻭﻫﺬا ﺇﺳﻨﺎﺩ ﻋﻠﻰ ﺷﺮﻁ ﻣﺴﻠﻢ অর্থাৎ- হাদীসটি সহীহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ। {{ তাখরীজুল মুসনাদ খন্ড-৪ পৃষ্ঠা-৪৭১ }} ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ " ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﻳﻮﺗﺮ ﺑﺜﻼﺙ: ﺑﺴﺒﺢ اﺳﻢ ﺭﺑﻚ اﻷﻋﻠﻰ، ﻭﻗﻞ ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻜﺎﻓﺮﻭﻥ، ﻭﻗﻞ ﻫﻮ اﻟﻠﻪ ﺃﺣﺪ অর্থাৎ- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নিশ্চয় নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন রাক'আত বিতর আদায় করতেন। (প্রথম রাক'আতে) ﺴﺒﺢ اﺳﻢ ﺭﺑﻚ اﻷﻋﻠﻰ, (দ্বিতীয় রাক'আতে) ﻗﻞ ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻜﺎﻓﺮﻭﻥ এবং (তৃতীয় রাক'আতে) ﻗﻞ ﻫﻮ اﻟﻠﻪ ﺃﺣد পাঠ করতেন। {{ মুসনাদ আহমাদ হাদিস নং-২৭২০,২৭২৫,২৭২৬,২৭৭৬,২৯০৫,৩৫৩১,, সুনানে দারেমী খন্ড-২ পৃষ্ঠা-৯৮৯ হাদীস নং-১৬২৭,, সুনানে কুবরা নাসাঈ হাদিস নং-১৩৪২,১৪৩২,, মুসনাদ আবি ইয়ালা হাদিস নং-২৫৫৫,, শারহে মায়ানিল আসার খন্ড-১ পৃষ্ঠা-২৮৭ হাদীস নং-১৭১০ }} 🌼 আহলে হাদীসদের বড় মুহাদ্দিস শাইখ শুয়াইব আরনাউত বলেন ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ অর্থাৎ-হাদীসটি সহীহ। {{ তাখরীজুল মুসনাদ খন্ড-৪ পৃষ্ঠা-৪৫২ }} ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ , ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ «ﻛﺎﻥ ﻳﻮﺗﺮ ﺑﺜﻼﺙ অর্থাৎ- হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। নাবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন রাক'আত বিতর নামাজ আদায় করতেন। {{ সুনানে দারে কুতনী খন্ড-২ খন্ড-৩৬২ হাদীস নং-১৬৭৬,, মুস্তাদরাক হাকিম খন্ড-১ পৃষ্ঠা-৪৪৭ হদিস নং-১১৪৪ }} 🌼 ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন- ﻫﺬا ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ ﻋﻠﻰ ﺷﺮﻁ اﻟﺸﻴﺨﻴﻦ অর্থাৎ- উক্ত হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ। {{ মুস্তাদরাক হাকিম খন্ড-১ পৃষ্ঠা-৪৪৭ }} ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ: " ﻛﺎﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﺗﺮ ﺑﺜﻼﺙ ﻳﻘﺮﺃ ﻓﻲ اﻷﻭﻟﻰ ﺑﺴﺒﺢ اﺳﻢ ﺭﺑﻚ اﻷﻋﻠﻰ، ﻭﻓﻲ اﻟﺜﺎﻧﻴﺔ ﺑﻘﻞ ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻜﺎﻓﺮﻭﻥ، ﻭﻓﻲ اﻟﺜﺎﻟﺜﺔ ﺑﻘﻞ ﻫﻮ اﻟﻠﻪ ﺃﺣﺪ অর্থাৎ- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন রাক'আত বিতর আদায় করতেন। প্রথম রাক'আতে ﺴﺒﺢ اﺳﻢ ﺭﺑﻚ اﻷﻋﻠﻰ, দ্বিতীয় রাক'আতে ﻗﻞ ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻜﺎﻓﺮﻭﻥ এবং তৃতীয় রাক'আতে ﻗﻞ ﻫﻮ اﻟﻠﻪ ﺃﺣد পাঠ করতেন। {{ সুনানে দারেমী খন্ড-২ পৃষ্ঠা-৯৯১ হাদীস নং-১৬৩০ সুনানে কুবরা নাসাঈ হাদীস নং-১০৫০২,,সুনানে নাসাঈ হাদিস নং-১৭১৩,, মুজামে আওসাত তাবরানী হাদিস নং-৩০৬৮,, আল-আহকামুল কুবরা খন্ড-২ পৃষ্ঠা-৩৫৯ }} ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﻗﺎﻝ: «ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺼﻠﻲ ﺑﺎﻟﻠﻴﻞ ﺛﻤﺎﻧﻲ ﺭﻛﻌﺎﺕ، ﻭﻳﻮﺗﺮ ﺑﺜﻼﺙ، ﻭﻳﺼﻞ ﺭﻛﻌﺘﻲ اﻟﻔﺠﺮ অর্থাৎ- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত্রিবেলা আট রাক'আত (তাহাজ্জুদ), তিন রাক'আত বিতর ও দুই রাক'আত ফজরের (সুন্নত) আদায় করতেন। {{ মুসনাদ আহমাদ হাদিস নং-৩০০৪,, উমদাতুল কারী খন্ড-৪ পৃষ্ঠা-২৫২ }} 🌼 আহলে হাদীসদের বড় মুহাদ্দিস শাইখ শুয়াইব আরনাউত বলেন, ﺻﺤﻴﺢ، ﻭﻫﺬا ﺇﺳﻨﺎﺩ ﻋﻠﻰ ﺷﺮﻁ ﻣﺴﻠﻢ অর্থাৎ- হাদীসটি সহীহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ। {{ তাখরীজুল মুসনাদ খন্ড-৫ পৃষ্ঠা-১৪৩ }} ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ: «ﻛﺎﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺼﻠﻲ ﻣﻦ اﻟﻠﻴﻞ ﺛﻤﺎﻧﻲ ﺭﻛﻌﺎﺕ، ﻭﻳﻮﺗﺮ ﺑﺜﻼﺙ অর্থাৎ- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আট রাকাআত (তাহাজ্জুদ) আদায় করতেন ও তিন রাকাআত বিতর আদায় করতেন। {{ মুজামে আওসাত তাবরানী খন্ড-৫ পৃষ্ঠা-৩৭০,, হাদীস নং-৫৫৮৬,, মুজামে কাবীর তাবরানী খন্ড-১২ পৃষ্ঠা-১৩৬ হাদীস নং-১২৬৯০,, উমদাতুল কারী খন্ড-৪ পৃষ্ঠা-২৫২ }} 🪐 সম্মানিত পাঠকবৃন্দ! উপরে সংকলিত সমস্ত সহীহ হাদীস সমূহ হতে দিবালোকের ন্যায় প্রমাণিত ও প্রতিষ্ঠিত হল যে, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ জাহিরি জিন্দেগীতে সারাবছর তিন রাক'আত বিতর নামাজ আদায় করতেন। অতএব সমস্ত মুসলিম ব্যক্তিদের জন্য বিতর নামাজের ক্ষেত্রে তিন রাক'আত আদায় করাটাই শ্রেয়। 🌷والله اعلم بالصواب 🌷 ✍️ মুফতী আমজাদ হুসাইন সিমনানী সাহেব 🌎কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত 🌎

Comments -

Posted On: 2022-06-25
অত্যান্ত সুন্দর পোস্ট। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। আমীন।
আয়েশাPosted On: 2022-06-25
এই লেখাটি পাঠ করার পর এই মতটি প্রমাণ হয় যে, তিন রাক'আত বিতর নামাজ অসংখ্য গ্রহণযোগ্য হাদীস হতে প্রমাণিত।
Ashiqur RahamanPosted On: 2022-06-25
মা শা আল্লাহ খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে
Asgar AliPosted On: 2022-06-26
মাশাআল্লাহ এই বিষয়টি পড়ে অতি খুশী হলাম।
Most Read Articles