KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
বিতর নামাজের গুরুত্ব ও ফজিলত
বিতর নামাজের গুরুত্ব ও ফজিলত 🌱بسم الله الرحمن الرحيم 🌱 الحمدلله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه و علي آله وصحبه أجمعين أما بعد সম্মানিত মুসলিম সমাজ! বিতরের অর্থ হলো 'বেজোড়' এজন্য এই নামাজ বেজোড় রাক'আতে আদায় করা হয়ে থাকে। এই নামাজের সময় হল, ইশা'র নামাজের পর থেকে ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস সমূহের পর্যালোচনা করলে একথা দিবালোকের ন্যায় প্রতীয়মান হয় যে, দিনের অন্যান্য নামাজের ন্যায় বিতর নামাজের ফজিলতো অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার প্রিয় সাহাবাগণ বিতর নামাজ কে খুব গুরুত্ব দিতেন। যার কারণে হাদীস শাস্ত্রের মহা-জ্ঞানী, ফিক্বাহ শাস্ত্রের জনক, ইমামুল আইম্মাহ হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব অনুযায়ী বিতর নামাজ আদায় করা প্রতিটি মুসলিমের জন্য ওয়াজিব ও আবশ্যক। সুধী পাঠক! হাদীস শাস্ত্রে এই নামাজের গুরুত্ব ও ফজিলত সংক্রান্ত বহু হাদীস বর্ণিত হয়েছে, তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কিছু হাদীস নিম্নে প্রদত্ত হলো। عَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ، أَنَّهُ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ أَمَدَّكُمْ بِصَلاَةٍ هِيَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ الْوِتْرُ جَعَلَهُ اللَّهُ لَكُمْ فِيمَا بَيْنَ صَلاَةِ الْعِشَاءِ إِلَى أَنْ يَطْلُعَ الْفَجْرُ ‏"‏ ‏ অর্থাৎ! হযরত খারিজা ইবনু হুযাফাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমদের নিকটে বের হয়ে আসলেন। তিনি বললেনঃ নিশ্চয় আল্লাহ তা’আলা একটি নামাজ দিয়ে তোমাদের সাহায্য করেছেন। এটা তোমাদের জন্য লাল উটের চেয়েও উত্তম তা হল বিতরের নামাজ। আল্লাহ তা’আলা তোমাদের জন্য এটা ‘ইশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য নির্ধারণ করেছেন। {{ সুনান তিরমিযী হাদীস নং-৪৫৪,, মুসান্নাফ ইবনু আবী শাইবাহ ২/৯২ হাদিস নং-৬৮৫৭,, সুনানে দারেমী হাদিস নং-১৬১৭,, সুনান ইবনে মাজাহ হাদিস নং-১২২৩,, সুনান আবু দাউদ হাদিস নং-১৪২০,, আল-মুস্তাদরাক ১/৪৪৮ হাদিস নং-১১৪৮ }} 🌼 ইমাম হাকিম রাহমতুল্লাহি আলাইহি বলেন-ﻫﺬا ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ اﻹﺳﻨﺎﺩ অর্থাৎ! হাদীসটি সহীহ সনদে বর্ণিত। {{ আল-মুস্তাদরাক ১/৪৪৮}} ﻭﺭﻭﻯ ﺃﺻﺤﺎﺏ اﻟﺴﻨﻦ ﺑﺴﻨﺪ ﺣﺴﻦ ﻋﻦ ﻋﻠﻲ ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﻳﺎ ﺃﻫﻞ اﻟﻘﺮﺁﻥ ﺃﻭﺗﺮﻭا ﻓﺈﻥ اﻟﻠﻪ ﻭﺗﺮ ﻳﺤﺐ اﻟﻮﺗﺮ» (ইমাম শাফেয়ী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,) সুনান হাদিস গ্রন্থসমূহে হাসান সনদে বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ ওহে কুরআনের পাঠকবৃন্দ! তোমরা বিতির নামাজ আদায় করো। কারণ আল্লাহ তাআলা হলেন বিতর (বেজোড়) এবং তিনি বিতির কে পছন্দ করেন। {{ মুসনাদুশ শাফেয়ী ১/১৯১,, মুসনাদ আহমাদ হাদীস নং-৮৭৭,, সুনান ইবনে মাজাহ হাদীস নং-১২২৪,, সুনান নাসাঈ হাদীস নং-১৬৮৬ }} 🌼 শায়েখ শুয়ায়েয আর্নাউৎ বলেনঃ ﺇﺳﻨﺎﺩﻩ ﻗﻮﻱ অর্থাৎ- হাদীসটি মজবুত সনদে বর্ণিত হয়েছে। {{ তাখরীজুল মুসনাদ ২/২২৩ }} ﻋﻦ ﺃﺑﻲ ﺗﻤﻴﻢ اﻟﺠﻴﺸﺎﻧﻲ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﻋﻤﺮﻭ ﺑﻦ اﻟﻌﺎﺹ ﻳﻘﻮﻝ: «ﺃﺧﺒﺮﻧﻲ ﺭﺟﻞ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ اﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻗﺎﻝ: " ﺇﻥ اﻟﻠﻪ - ﻋﺰ ﻭﺟﻞ - ﺯاﺩﻛﻢ ﺻﻼﺓ ﻓﺼﻠﻮﻫﺎ ﻓﻴﻤﺎ ﺑﻴﻦ اﻟﻌﺸﺎء ﺇﻟﻰ اﻟﺼﺒﺢ: اﻟﻮﺗﺮ اﻟﻮﺗﺮ» অর্থাৎ! হযরত আমর বিন আস্ব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণের মধ্য হতে জনৈক সাহাবী সংবাদ প্রদান করেছেন। নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তা'লা তোমাদের জন্য একটি নামাজ বৃদ্ধি করেছেন অতএব তোমরা তা ইশা ও ফজর নামাজের মাঝে আদায় করো। (সে নামাজ টি হল) বিতর নামাজ বিতর নামাজ। {{ মুসনাদ আহমাদ হাদিস নং-২৭২২৯,, মুজামে কাবীর তাবরানী ২/২৭৯ হাদিস-২১৬৭,, শারহু মুশকিলিল আসার ১১/৩৫৫ হাদিস-৪৪৯২,, আত-তারগীব ওয়াত তারহীব ১/২৩০,,মাজমাউয যাওয়াইদ ২/২৩৯ হাদিস-৩৪৩৫ }} 🌼 উক্ত হাদীস সম্পর্কে ইমাম হাইসামী রাহমাতুল্লাহি আলাইহি মন্তব্য করেন, ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭاﻟﻄﺒﺮاﻧﻲ ﻓﻲ اﻟﻜﺒﻴﺮ، ﻭﻟﻪ ﺇﺳﻨﺎﺩاﻥ ﻋﻨﺪ ﺃﺣﻤﺪ ﺃﺣﺪﻫﻤﺎ ﺭﺟﺎﻟﻪ ﺭﺟﺎﻝ اﻟﺼﺤﻴﺢ ﺧﻼ ﻋﻠﻲ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ اﻟﺴﻠﻤﻲ ﺷﻴﺦ ﺃﺣﻤﺪ ﻭﻫﻮ ﺛﻘﺔ অর্থাৎ!উক্ত হাদীসটি ইমাম আহমাদ বর্ণনা করেছেন ও ইমাম তাবরানী 'মুজামে কাবীর' গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম আহমদ এর নিকট হাদীসটির দুইটি সনদ রয়েছে, তন্মধ্যে একটি সনদে "আলী বিন ইসহাক সালামী" ব্যতীত সমস্ত রাবীগণ হলেন সহীহ রাবী। (কিন্তু আলী বিন ইসহাক সালামী) হলেন ইমাম আহমাদের শায়েখ ও বিশ্বস্ত। {{ মাজমাউয যাওয়াইদ ২/২৩৯ 🌼 ইমাম মুন্জিরী রাহমাতুল্লাহি আলাইহি হাদীসের সনদ সম্পর্কে বলেন, ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭاﻟﻄﺒﺮاﻧﻲ ﻭﺃﺣﺪ ﺇﺳﻨﺎﺩﻱ ﺃﺣﻤﺪ ﺭﻭاﺗﻪ ﺭﻭاﺓ اﻟﺼﺤﻴﺢ অর্থাৎ! উক্ত হাদীসটি ইমাম আহমদ ও ইমাম তাবরানী বর্ণনা করেছেন এবং ইমাম আহমদের দুইসনদের মধ্যে একটি সনদের বর্ণনাকারীগণ হলেন সহীহ হাদীসের রাবী। {{আত-তারগীব ওয়াত তারহীব ১/২৩০ }} (( ইমাম হাইসামী ও ইমাম মুন্জিরী রাহমতুল্লাহি আলাইহিমা-র পর্যবেক্ষণ থেকে প্রতীয়মান হয় যে হাদীসটি সহীহ সনদে বর্ণিত) ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﻠﻪ ﻗﺪ ﺯاﺩﻛﻢ ﺻﻼﺓ ﻓﺤﺎﻓﻈﻮا ﻋﻠﻴﻬﺎ ﻭﻫﻲ اﻟﻮﺗﺮ» " অর্থাৎ! হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহ তা'লা তোমাদের জন্য একটি নামাজ বৃদ্ধি করেছেন অতএব তোমরা তার হেফাযত কর। এবং সেই নামাজটি হলো বিতর। {{ মাজমাউয যাওয়াঈদ ২/২৩৯ হাদীস-৩৪৩৭ }} 🌼 ইমাম হাইসামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন-ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ অর্থাৎ! হাদীস টি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। ﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺷﻌﻴﺐ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ ﺟﺪﻩ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ وسلم: " ﺇﻥ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻗﺪ ﺯاﺩﻛﻢ ﺻﻼﺓ، ﻭﻫﻲ اﻟﻮﺗﺮ অর্থাৎ! হযরত শোয়াইব নিজ পিতামহের সূত্র বর্ণনা করেন। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তা'লা তোমাদের জন্য একটি নামাজ বৃদ্ধি করেছেন এবং সেই নামাজটি হলো বিতর । {{ মুসনাদ আহমাদ হাদীস নং-৬৬৯৩,, মুসান্নাফ ইবনু আবী শাইবাহ খন্ড-২ পৃষ্ঠা-৯২ হাদীস-৬৮৫৮ }} 🌼 উক্ত হাদীস সম্পর্কে শায়েখ শুয়ায়েয আর্নাউৎ বলেন, ﺣﺴﻦ ﻟﻐﻴﺮﻩ অর্থাৎ: হাদীসটি হাসান লি-গাইরিহি। (যা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হাদীস) {{তাখরিজুল মুসনাদ ১১/২৯২}} ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ المنيب، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺑﺮﻳﺪﺓ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭسلم: «اﻟﻮﺗﺮ ﺣﻖ، ﻓﻣﻦ ﻟﻢ ﻳﻮﺗﺮ ﻓﻠﻴﺲ منا অর্থাৎ! হযরত বুরাইদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ বিতর হলো আবশ্যক অতএব যে ব্যক্তি বিতর আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয়। {{ মুসান্নাফ ইবনু আবী শাইবাহ ২/৯২ হাদিস নং-৬৮৬৩,,আল-মুস্তাদরাক হাকীম ১/৪৪৮ হাদিস নং-১১৪৬ }} 🌼 ইমাম হাকিম রাহমতুল্লাহি আলাইহি উক্ত হাদীস সম্পর্কে বলেন, ﻫﺬا ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ» ﻭﺃﺑﻮ اﻟﻤﻨﻴﺐ اﻟﻌﺘﻜﻲ ﻣﺮﻭﺯﻱ ﺛﻘﺔ ﻳﺠﻤﻊ ﺣﺪﻳﺜﻪ অর্থাৎ! উক্ত হাদিসটি সহীহ এবং 'আবুল মুনীব আল-আতাকী মারুযী' হলেন বিশ্বস্ত রাবী যার হাদিস গ্রহণ করা হয়। {{ আল-মুস্তাদরাক হাকীম ১/৪৪৮}} 🌼 হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তা'লা আনহু কর্তৃক বর্ণিত হাদীস সম্পর্কে শায়েখ শুয়ায়েয আর্নাউৎ বলেন: ﻭﻓﻲ اﻟﺒﺎﺏ ﻋﻦ ﺑﺮﻳﺪﺓ، ﺳﻴﺄﺗﻲ ﻭﺇﺳﻨﺎﺩﻩ ﺣﺴﻦ. অর্থাৎ! এই প্রসঙ্গে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হাদিস বর্ণিত হয়েছে এবং তার সনদ হাসান। {{ মুসনাদ আহমাদ ১৫/৪৪৭}} حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الطَّالْقَانِيُّ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الْعَتَكِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا)). অর্থাৎ! হযরত বুরাইদাহ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি, বিতর নামাজ হলো আবশ্যক অতএব যে বিতর আদায় করবে না সে আমার দলভুক্ত নয়। বিতর নামাজ হলো আবশ্যক অতএব যে বিতর আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয়।বিতর নামাজ হলো আবশ্যক অতএব যে বিতর আদায় করবে না সে আমার দলভুক্ত নয়। {{ সুনান আবু দাউদ ১৪২১,,আত-তারগীব ওয়াত তারহীব ১/২৩০ হাদিস-৮৭৬,, আল-মুস্তাদরাক হাকীম ১/৪৪৮ হাদিস-১১৪৭ }} 🌼 ইমাম মুনযিরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন- ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﻟﻠﻔﻆ ﻟﻪ ﻭﻓﻲ ﺇﺳﻨﺎﺩﻩ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺃﺑﻮ اﻟﻤﻨﻴﺐ اﻟﻌﺘﻜﻲ ﻭﺭﻭاﻩ اﻟﺤﺎﻛﻢ ﻭﻗﺎﻝ ﺻﺤﻴﺢ اﻹﺳﻨﺎﺩ অর্থাৎ! উক্ত হাদীসটি ইমাম আহমাদ ও ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেছেন ও শব্দগুলো আবু দাউদের। এই হাদীসের সনদে 'ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ আবুল মুনিব আল-আতাকী বিদ্যমান। ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার হাদীস বর্ণনা করে বলেন, হাদীসটির সনদ সহীহ। {{ আত-তারগীব ওয়াত তারহীব ১/২৩০}} 🌼 ইমাম হাকিম রাহমতুল্লাহি আলাইহি বলেন «ﻫﺬا ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ» ﻭﺃﺑﻮ اﻟﻤﻨﻴﺐ اﻟﻌﺘﻜﻲ ﻣﺮﻭﺯﻱ ﺛﻘﺔ ﻳﺠﻤﻊ ﺣﺪﻳﺜﻪ অর্থাৎ! হাদীসটি সহীহ সনদে বর্ণিত। আর আবূল মুনীব আল-আতাকী মারুযী হলেন বিশ্বস্ত বর্ণনাকারী যার হাদীস গ্রহণ করা হয়। {{ আল-মুস্তাদরাক হাকীম ১/৪৪৮ }} 🌼"আবূল মুনীব ওবাইদুল্লাহ আল-আতাকী মারুযী" সম্পর্কে শায়েখ শুয়ায়েয আর্নাউৎ বলেন, ﻭﻭﺛﻘﻪ اﺑﻦ ﻣﻌﻴﻦ অর্থাৎ! ইমাম ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি তাকে বিশ্বস্ত রাবী হিসেবে উল্লেখ করেছেন। {{তাখরিজুল মুসনাদ ১১/২৯৩}} ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ -: " «ﻣﻦ ﻟﻢ ﻳﻮﺗﺮ ﻓﻠﻴﺲ ﻣﻨﺎ» " অর্থাৎ! হযরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিতর আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয়। {{ মুসান্নাফ ইবনু আবী শাইবাহ ২/৯২ হাদিস নং-৬৮৬১,, মুসনাদ আহমাদ ১৫/৪৪৭ হাদিস নং-৯৭১৭,, মাজমাউয যাওয়াঈদ ২/২৪০ হাদিস নং-৩৪৩৯,, মুসনাদ ইসহাক ইবনে রাহ্ওয়াইহ ১/১৫৭ হাদিস-৯৭ }} 🌼 ইমাম হাইসামী রাহমাতুল্লাহি আলাইহি বলেনঃ ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ، ﻭﻓﻴﻪ اﻟﺨﻠﻴﻞ ﺑﻦ ﻣﺮﺓ ﺿﻌﻔﻪ اﻟﺒﺨﺎﺭﻱ ﻭﺃﺑﻮ ﺣﺎﺗﻢ، ﻭﻗﺎﻝ ﺃﺑﻮ ﺯﺭﻋﺔ: ﺷﻴﺦ ﺻﺎﻟﺢ. অর্থাৎ! হাদীসটি ইমাম আহমাদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। উক্ত হাদীসে "খালীল বিন মুররাহ" নামক রাবী বিদ্যমান। ইমাম বুখারী ও ইমাম আবু হাতিম তাকে দুর্বল বলেছেন কিন্তু ইমাম আবু যারয়া বলেন, তিনি নেককার শায়েখ ছিলেন। {{মাজমাউয যাওয়াঈদ ২/২৪০ }} 🌼 উক্ত হাদীস সম্পর্কে শাইখ শুয়ায়েব আর্নাউত মন্তব্য করেন, ﺣﺴﻦ ﻟﻐﻴﺮﻩ অর্থাৎ! হাদীসটি হাসান লি-গাইরিহি। ( {{ তাখরীজুল আহমাদ ১৫/৪৪৭}} (অর্থাৎ!হাদীসটি গ্রহণযোগ্য এতে কোন সন্দেহ নেই) ﻋﻦ ﻣﻌﻤﺮ، ﻋﻦ اﻟﺤﺴﻦ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺇﻥ اﻟﻠﻪ ﻭﺗﺮ ﻳﺤﺐ اﻟﻮﺗﺮ، ﻓﻤﻦ ﻟﻢ ﻳﻮﺗﺮ ﻓﻠﻴﺲ ﻣﻨﺎ অর্থাৎ! হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু' হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তা'লা বেজোড় তিনি বেজোড় কে পছন্দ করেন। অতএব যে বিতর নামাজ আদায় করল না সে আমাদের দলভুক্ত নয়। {{ মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৩/৬ হাদীস নং-৪৫৭৯ }} ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ اﻟﻌﺒﺎﺱ اﻟﻮﺭاﻕ , ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺣﺴﺎﻥ اﻷﺯﺭﻕ , ﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ ﺑﻦ ﻋﻴﻴﻨﺔ , ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ , ﻋﻦ ﻋﻄﺎء ﺑﻦ ﻳﺰﻳﺪ , ﻋﻦ ﺃﺑﻲ ﺃﻳﻮﺏ , ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «اﻟﻮﺗﺮ ﺣﻖ ﻭاﺟﺐ অর্থাৎ- হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ বিতর নামাজ হল আবশ্যক ওয়াজিব। {{ সুনানে দারে কুতনী খন্ড-২ পৃষ্ঠা-৩৪০ হাদীস নং-১৬৪০,, আল-হাবিল কাবীর খন্ড-২ পৃষ্ঠা-২৭৯,, বায়ানুল ওহামে ওয়াল ইহাম খন্ড-৫ পৃষ্ঠা-৩৫০,, মুখতাসার খিলাফিয়াত বাইহাকী খন্ড-২ পৃষ্ঠা-১২,, তানকীহুত তাহক্বীক খন্ড-২ পৃষ্ঠা-৪০৩ হাদীস ন-১০৪২,, আল-জাওহারুন নাকী খন্ড-৩ পৃষ্ঠা-২৪,, তালখীসে হাবীর খন্ড-২ পৃষ্ঠা-৩৭ হাদীস নং-৫০৮,, উমদাতুল কারী খন্ড-৭ পৃষ্ঠা-১৪ 🌼ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেনঃ ﻭﺭﺟﺎﻟﻪ ﺛﻘﺎﺕ অর্থাৎ- উক্ত হাদীসের বর্ণনাকারীগণ হলেন বিশ্বস্ত। (হাদীসটি সহীহ সনদে বর্ণিত) {{ তালখীসে হাবীর খন্ড-২ পৃষ্ঠা-৩৭ }} 🌼 ইমাম ইবনে হাজার আসকালানী ছাড়াও ইমাম তুরকুমানী "আল-জাওহারুন নাকী" গ্রন্থে, ইমাম ইবনুল কাত্তান ''ওহাম ও ঈহাম" গ্রন্থে, ইমাম মুহাম্মাদ ইবনে আব্দুল হাদী "তানকীহুত তাহক্বীক" গ্রন্থে ও শায়েখ শুয়ায়েয আর্নাউৎ "তাখরীজ সুনান দারে কুতনী" গ্রন্থে উল্লেখিত হাদীসের সনদ কে সহীহ বলে ঘোষণা দিয়েছেন। ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻋﻦ اﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻗﺎﻝ: «اﻟﻮﺗﺮ ﻭاﺟﺐ ﻋﻠﻰ ﻛﻞ ﻣﺴﻠﻢ» অর্থাৎ! আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ বিতির নামাজ প্রত্যেক মুসলিমের উপর হলো ওয়াজিব। {{ মুসনাদুল বাজ্জার ৫/৬৭ হাদীস নং-১৬৩৭,, মাজমাউয যাওয়াঈদ ২/২৪০ হাদিস-৩৪৪০ }} 🌼 ইমাম হাইসামী রাহমাতুল্লাহি আলাইহি বলেনঃ ﺭﻭاﻩ اﻟﺒﺰاﺭ ﻭﻓﻴﻪ ﺟﺎﺑﺮ اﻟﺠﻌﻔﻲ ﻓﻴﻪ ﻛﻼﻡ ﻛﺜﻴﺮ، ﻭﻗﺪ ﻭﺛﻘﻪ اﻟﺜﻮﺭﻱ অর্থাৎ! উক্ত হাদিসটি ইমাম বাজ্জার বর্ণনা করেছেন। যার সনদে "জাবির জায়াফী" নামক রাবী বিদ্যমান তার প্রসঙ্গে বহু পর্যালোচনা রয়েছে তবে ইমাম সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু আনহু তাকে বিশ্বস্ত রাবী বলে উল্লেখ করেছেন। {{ মাজমাউয যাওয়াঈদ ২/২৪০ }} (অর্থাৎ- হাদীসটি কমসে-কম হাসান সনদে বর্ণিত হয়েছে যা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য) ﻋﻦ ﻋﻄﺎء ﺑﻦ ﻳﺰﻳﺪ اﻟﻠﻴﺜﻲ، ﻋﻦ ﺃﺑﻲ ﺃﻳﻮﺏ اﻷﻧﺼﺎﺭﻱ، ﺭﻓﻌﻪ ﻗﺎﻝ: «اﻟﻮﺗﺮ ﻭاﺟﺐ ﻋﻠﻰ ﻛﻞ ﻣﺴﻠﻢ অর্থাৎ- হযরত আবু আইয়ুব আনসারী রাদিআল্লাহু আনহু হতে 'মারফু' বর্ণিত। (নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ) বিতর নামাজ প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব। {{ মুজামুল আওসাত তাবরানী ২/২৬৭ হাদীস নং-১৯৪৪,, মুজামে কবীর তাবরানী ৪/১৪৭ হাদীস নং-৩৯৬৪,, মাজমাউয যাওয়াঈদ ২/২৪০ হাদীস নং-৩৪৪৩ }} ﻋﻦ اﺑﻦ ﺟﺮﻳﺞ، ﻋﻦ اﺑﻦ ﻃﺎﻭﺱ، ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻗﺎﻝ: «اﻟﻮﺗﺮ ﻭاﺟﺐ ﻳﻌﺎﺩ ﺇﻟﻴﻪ ﺇﺫا ﻧﺴﻲ অর্থাৎ- হযরত ইবনে তাউস নিজ পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, বিতর নামাজ হলো ওয়াজিব। যদি কেউ তা ভুলে যায় সে পুনরায় তা আদায় করবে। {{ মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৩/৮ হাদীস নং-৪৫৮৭ }} عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَنْ نَامَ عَنِ الْوِتْرِ أَوْ نَسِيَهُ فَلْيُصَلِّ إِذَا ذَكَرَ وَإِذَا اسْتَيْقَظَ (و في رواية الحاكم) فليصله إذا أصبح أو ذكره {{ সুনান তিরমিযী হাদীস নং-৪৬৭,, আল-মুস্তাদরাক ১/৪৪৩ হাদীস নং-১১২৭,, সুনান ইবনে মাজাহ হাদিস নং-১২৪৪,, সুনান আবু দাউদ হাদীস নং-১৪৩৩,, সুনান সাগীর বাইহাকী ১/২৭৬ হাদীস-৭৫৮,, উমদাতুল কারী ৭/১৩ }} 🌼 ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন-ﻫﺬا ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ ﻋﻠﻰ ﺷﺮﻁ اﻟﺸﻴﺨﻴﻦ، অর্থাৎ-হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ । {{ আল-মুস্তাদরাক ১/৪৪৩}} 🌸 সুধী পাঠক বৃন্দ উপরে সংকলিত হাদীস সমূহ হতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ১,, বিতর নামাজ আল্লাহ তা'লার নিকট অতি পছন্দনীয় একটি আমল। ২,, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতর নামাজের অনেক বেশি ফজিলত ব্যক্ত করেছেন। ৩,, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর প্রিয় সাহাবীগণ (রাদিয়াল্লাহু তা'লা আনহুম) বিতর নামাজ কে অনেক বেশি গুরুত্ব দিতেন। ৪,, বিতর নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব ও জরুরী। ৫,, বিতর নামাজ কেউ যদি ভুলে যায় অথবা কারো দ্বারা যদি এই নামাজ ছুটে যায় তাহলে তার কাযা আদায় করতে হবে। والله اعلم بالصواب ✍️ মুফতী আমজাদ হুসাইন সিমনানী (কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত)

Comments -

Posted On: 2022-06-25
Most Read Articles