KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করা যাবে কি না?
প্রশ্ন👉 ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করা যাবে কি না ? যদি যায় তাহলে তার পদ্ধতি কী?* ✍️ *উত্তর:* নাপাকী (অপবিত্রতা) দুই প্রকারের হয়: (1) দৃশ্যমান: যদি নাপাকী (অপবিত্রতা) দৃশ্যমান হয় তাহলে প্রকৃত নাপাকি দূর হলেই তা পাক হয়ে যায়, সেটা একবার ধুয়ে হোক অথবা একাধিকবার। যেমন, গোবর এবং পায়খানা ইত্যাদি। (2) অদৃশ্যমান: যদি নাপাকী অদৃশ্যমান হয় তাহলে যে জিনিসে লেগেছে ,যদি মোচড়াবার যোগ্য হয় তাহলে তিনবার ধৌত করা অনিবার্য। আর প্রত্যেকবার মোচড়াতে হবে। এরূপভাবে পাক হয়ে যাবে। যেমন, পেশাব এবং মদ ইত্যাদি। "ফাতাওয়া আলীমীয়া" নামক কিতাবে রয়েছে- " ওয়াশিং মেশিনে ধৌত করা কাপড়সমূহে যদি দৃশ্যমান নাপাকী লেগেছিল এবং ধৌত করার কারণে তা দূর হয়ে যায় তাহলে কাপড়সমূহ পাক হয়ে গেল। তা পরিধান করা জায়েয এবং তাতে নামায সঠিক হবে। আর যদি নাপাকী দূর না হয়, তাহলে নামায (পড়া) জায়েয নয়"। "আর যদি অদৃশ্যমান নাপাকী লেগেছিল তাহলে তা ওয়াশিং মেশিনে অথবা তার মত কোন ছোট টপ (পাত্র) ইত্যাদিতে ধৌত করার ক্ষেত্রে তিনবার ধৌত করা এবং মোচড়ানো অনিবার্য"।(ফাতাওয়া আলীমীয়া 1/97) আর এক জায়গায় আছে: "ওয়াশিং মেশিনে কাপড় পাক করার এটাও একটি নিয়ম যে, কাপড়গুলো ধুয়ে নেওয়ার পর মেশিনের মধ্যে লেগে থাকা নিচের পাইপ খুলে দিবে । অতঃপর কিছুক্ষণ পর্যন্ত পানি প্রবাহিত করতে থাকবে, আর মেশিন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রবল ধারণা হয়ে যায় যে, নাপাকী দূর হয়ে গেল"। (ফাতাওয়া আলীমীয়া 1/ 97) মনে রাখা উচিত যে, পাক এবং নাপাক উভয় কাপড় একসঙ্গে কোন পাত্রে অথবা ওয়াশিং মেশিনে ধৌত করলে সমস্ত কাপড় নাপাক হয়ে যায়। সুতরাং সেই কাপড়গুলোকে পাক করার জন্য ব্যবহারকৃত নাপাক পানি মেশিন থেকে বের করে দ্বিতীয়বার ও তৃতীয়বার নতুন পানির মধ্যে ধুয়ে মোচড়িয়ে নিবে। মেশিনের মধ্যে যদি এই সিস্টেম থাকে যে, ব্যবহারকৃত সমস্ত পানি বের করে পূনরায় নতুন পানি ভরা যায় তাহলে, কাপড় পাক হয়ে যাবে। সাধারণত যে সমস্ত মেশিন ব্যবহার করা হয় তার মধ্যে অটোমেটিক সিস্টেম থাকে, অর্থাৎ একবার ধুয়ে নেওয়ার পর নিচের পাইপ খুলে দিলে সমস্ত পানি বেরিয়ে যায়। কিন্তু যদি কোন ওয়াশিং মেশিনে সমস্ত নাপাক পানি বের করে দেওয়ার সিস্টেম না থাকে বরং স্বল্প নাপাক পানি মেশিনে থেকেই যায়, তাহলে কাপড়গুলোকে মেশিন থেকে বের করে নতুন পানিতে দ্বিতীয়বার ও তৃতীয় ধুয়ে মোচড়িয়ে নিতে হবে। 🌷والله اعلم بالصواب 🌷 ✍️ মুফতী গুলজার আলী মিসবাহী 🌎হেমতাবাদ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত 🌎

Comments -

KeyOfIslamPosted On: 2022-06-15
Very important message to all of you
Posted On: 2022-06-15
খুব সুন্দর। আল্লাহ তা'আলা সবাইকে আমল করার তৌফিক দান করেন।
Posted On: 2022-06-16
Posted On: 2022-06-16
খুব সুন্দর বিষয়
Md Mahafuz AlamPosted On: 2022-06-16
Befitting article.
MahiruddinPosted On: 2022-06-17
Khub proyojonio article, sobaike pora o amol kora uchit.
Most Read Articles