KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
হায়াতুন্নাবীর আরো কিছু প্রমাণাদি
💥 হায়াতুন্নাবীর আরো কিছু প্রমাণাদি 💥 সম্মানিত পাঠকবৃন্দ! পূর্বের মুহাদ্দিস ও মুফাসসিরগণ "নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের পর নিজ কবরে জীবিত আছেন" বিষয়টি আরো বেশ কিছু হাদিস হতে প্রমাণ করে থাকেন। তন্মধ্যে কিছু হাদিস আপনাদের জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নে প্রদত্ত হলো- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَلاَ تَجْعَلُوا قَبْرِي عِيدًا وَصَلُّوا عَلَيَّ فَإِنَّ صَلاَتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ)). অর্থাৎ! হযরত আবূ  হুরায়রা রাদিয়াল্লাহু আনহু  হতে বর্ণিত।  তিনি বলেন,  রাসূল  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  ইরশাদ  করেছেন যে,  তোমরা  তোমাদের  গৃহকে  কবরে (অর্থাৎ  আল্লাহর  যিকর  বা  নামাজ  হতে  খালি)  পরিণত  করো না।  আর  তোমরা  আমার  কবরকে  ঈদের  স্থানে  পরিণত  করো না।  বরং  তোমরা আমার  উপর  সালাম  পেশ  করবে।  কেননা  তোমরা  যেখানেই  থাকো  না কেন,  তোমাদের  সালাত  ও  সালাম  আমার নিকট  পৌঁছে  যায়। {{সুনানে আবু দাউদ হাদিস নং-2044,, ফাতহুল বারী খন্ড-6 পৃষ্ঠা-488,, তাফসীর ইবনে কাসীর খন্ড-6 পৃষ্ঠা-474 }} ✴️ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন- ﺳﻨﺪﻩ ﺻﺤﻴﺢ হাদিস টি সহীহ সনদে বর্ণিত। {{ ফাতহুল বারী খন্ড-6 পৃষ্ঠা-488 }} ✴️অন্য এক বর্ণনায় নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- ﻭﺻﻠﻮا ﻋﻠﻲ ﺣﻴﺜﻤﺎ ﻛﻨﺘﻢ ﻓﺈﻥ ﺻﻼﺗﻜﻢ ﺗﺒﻠﻐﻨﻲ অর্থাৎ! তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পাঠ করতেই থাকো। কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায়। {{ মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নং-4839,, 6726,, মুসান্নাফে ইবনে আবী শাইবা হাদিস নং-7543,, তাফসীর ইবনে কাসীর খন্ড-6 পৃষ্ঠা-475 }} ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ، ﻋﻦ اﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻗﺎﻝ: " «ﺇﻥ ﻟﻠﻪ ﻣﻼﺋﻜﺔ ﺳﻴﺎﺣﻴﻦ، ﻳﺒﻠﻐﻮﻥ ﻋﻦ ﺃﻣﺘﻲ اﻟﺴﻼﻡ ". ﻗﺎﻝ: ﻭﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﺣﻴﺎﺗﻲ ﺧﻴﺮ ﻟﻜﻢ ﺗﺤﺪﺛﻮﻥ ﻭﻳﺤﺪﺙ ﻟﻜﻢ، ﻭﻭﻓﺎﺗﻲ ﺧﻴﺮ ﻟﻜﻢ ﺗﻌﺮﺽ ﻋﻠﻲ ﺃﻋﻤﺎﻟﻜﻢ، ﻓﻤﺎ ﺭﺃﻳﺖ ﻣﻦ ﺧﻴﺮ ﺣﻤﺪﺕ اﻟﻠﻪ عليه، ﻭﻣﺎ ﺭﺃﻳﺖ ﻣﻦ ﺷﺮ اﺳﺘﻐﻔﺮﺕ اﻟﻠﻪ ﻟﻜﻢ» অর্থাৎ! হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্নিত। নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তা'আলার কিছু ফেরেশতাগণ পৃথিবীর মধ্যে ভ্রমণ করেন এবং আমার উম্মত হতে আমার কাছে সালাম পৌঁছে দেন। বর্ণনাকারী বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার জীবিত থাকা তোমাদের জন্য রহমত কারণ এই অবস্থায় তোমরা তোমাদের সমস্যা সমূহ আমার কাছে পেশ কর যার সমাধান তোমাদেরকে দেওয়া হয়। এবং আমার ইন্তেকাল তোমাদের জন্য রহমত কারণ তোমাদের কৃতকর্ম আমার কাছে পেশ করা হয়। অতএব আমি কোন নেক কর্ম দেখলে আল্লাহ তা'আলার প্রশংসা করি এবং গুনাহের কর্ম দেখলে তোমাদের জন্য আল্লাহর নিকট ইস্তেগফার করি। {{ মুসনাদুল বাজ্জার হাদিস নং-1925,, মাজমাউয যাওয়াইদ খন্ড-9 পৃষ্ঠা-24 হাদিস নং-14250,, খাসাইসে কুবরা সুয়ূতী খন্ড-2 পৃষ্ঠা-491}} ✴️ ইমাম হাইসামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন- ﺭﻭاﻩ اﻟﺒﺰاﺭ، ﻭﺭﺟﺎﻟﻪ ﺭﺟﺎﻝ اﻟﺼﺤﻴﺢ. অর্থাৎ! ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি সহীহ সনদে বর্ণনা করেছেন। {{মাজমাউয যাওয়াইদ খন্ড-9 পৃষ্ঠা-24}} ✴️ ইমাম জালালুদ্দীন সুয়ূতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন- ﻭﺃﺧﺮﺝ اﻟﺒﺰاﺭ ﺑﺴﻨﺪ ﺻﺤﻴﺢ অর্থাৎ! ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি সহীহ সনদে বর্ণনা করেছেন। {{ খাসাইসে কুবরা সুয়ূতী খন্ড-2 পৃষ্ঠা-491 }} ✴️ হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রাহমতুল্লাহি আলাইহ আরো বলেন, ﻭﺃﺧﺮﺝ ﺃﺑﻮ ﻳﻌﻠﻰ ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﻭاﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ ﻟﻴﻨﺰﻟﻦ ﻋﻴﺴﻰ اﺑﻦ ﻣﺮﻳﻢ، ﺛﻢ ﻟﺌﻦ ﻗﺎﻡ ﻋﻠﻰ ﻗﺒﺮﻱ، ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﻣﺤﻤﺪ ﻷﺟﻴﺒﻨﻪ অর্থাৎ! ইমাম আবু ইয়ালা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি, আল্লাহর কসম! হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবশ্যই নাযিল হবেন। অতঃপর তিনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে আহ্বান করেন আমি তাঁর ডাকে অবশ্যই সাড়া দিব। {{ আল-হাবী লিল-ফাতাওয়া খন্ড-2 পৃষ্ঠা-179,, খাসাইসে কুবরা সুয়ূতী খন্ড-2 পৃষ্ঠা-490,, সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-357 }} ﻭﺃﺧﺮﺝ اﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ، ﻭاﻷﺻﺒﻬﺎﻧﻲ ﻓﻲ اﻟﺘﺮﻏﻴﺐ ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺻﻠﻰ ﻋﻠﻲ ﻋﻨﺪ ﻗﺒﺮﻱ ﺳﻤﻌﺘﻪ ﻭﻣﻦ ﺻﻠﻰ ﻋﻠﻲ ﻧﺎﺋﻴﺎ ﺑﻠﻐﺘﻪ অর্থাৎ! হযরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি আমার কবরের পাশে দরুদ পাঠ করে তার দরুদ আমি শুনতে পাই এবং যে ব্যক্তি দূরদূরান্ত হতে দুরুদ শরীফ পাঠ করে তার দরুন আমার কাছে পৌঁছে দেওয়া হয়। {{ ফাতহুল বারী খন্ড-6 পৃষ্ঠা-488,, আল-হাবী লিল-ফাতাওয়া খন্ড-2 পৃষ্ঠা-178,, খাসাইসে কুবরা সুয়ূতী খন্ড-2 পৃষ্ঠা-489,, সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-358,, ✴️ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন- ﻭﺃﺧﺮﺟﻪ ﺃﺑﻮ اﻟﺸﻴﺦ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﺜﻮاﺏ ﺑﺴﻨﺪ ﺟﻴﺪ অর্থাৎ! হাদীসটি ইমাম আবুশ শায়েখ তার 'কিতাবুস সাওয়াব' গ্রন্থে সহীহ সনদে উল্লেখ করেছেন। {{ ফাতহুল বারী খন্ড-6 পৃষ্ঠা-488 }} ﻭﺃﺧﺮﺝ اﻷﺻﺒﻬﺎﻧﻲ ﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ (ﻣﻦ ﺻﻠﻰ ﻋﻠﻲ ﻓﻲ ﻳﻮﻡ ﺟﻤﻌﺔ ﻭﻟﻴﻠﺔ ﺟﻤﻌﺔ ﻣﺎﺋﺔ ﻣﺮﺓ ﻣﻦ اﻟﺼﻼﺓ ﻗﻀﻰ اﻟﻠﻪ ﻟﻪ ﻣﺎﺋﺔ ﺣﺎﺟﺔ ﺳﺒﻌﻴﻦ ﻣﻦ ﺣﻮاﺋﺞ اﻵﺧﺮﺓ ﻭﺛﻼﺛﻴﻦ ﻣﻦ ﺣﻮاﺋﺞ اﻟﺪﻧﻴﺎ ﻭﻭﻛﻞ اﻟﻠﻪ ﺑﺬﻟﻚ ﻣﻠﻜﺎ ﻳﺪﺧﻠﻪ ﻋﻠﻰ ﻗﺒﺮﻱ ﻛﻤﺎ ﺗﺪﺧﻞ ﻋﻠﻴﻜﻢ اﻟﻬﺪاﻳﺎ ﺇﻥ ﻋﻠﻤﻲ ﺑﻌﺪ ﻣﻮﺗﻲ ﻛﻌﻠﻤﻲ ﻓﻲ اﻟﺤﻴﺎﺓ) অর্থাৎ! হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ও জুমার রাতে আমার প্রতি একশত বার দরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার একশত প্রয়োজন পূরণ করে দিবেন। ৭০ টি আখেরাত সংক্রান্ত প্রয়োজন ও ৩০ টি দুনিয়া সংক্রান্ত প্রয়োজন। এবং আল্লাহ তা'আলা এ কাজের জন্য একজন ফারিশ্তা নিযুক্ত করবেন যে আমার কবরে তোমাদের দরূদ তেমনি প্রবেশ করবে যেমন তোমাদের প্রতি উপহার পেশ করা হয়। নিশ্চয়ই আমার ইন্তেকালের পর আমার জ্ঞান তেমনি থাকবে যেমনটা আমার জীবিত থাকা কালীন জ্ঞান রয়েছে। {{ খাসাইসে কুবরা সুয়ূতী খন্ড-2 পৃষ্ঠা-490,, আল-হাবী লিল-ফাতাওয়া খন্ড-2 পৃষ্ঠা-178,, সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-358 }} ﻋﻦ ﺃﺑﻲ اﻟﺪﺭﺩاء ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻛﺜﺮﻭا اﻟﺼﻼﺓ ﻋﻠﻲ ﻳﻮﻡ اﻟﺠﻤﻌﺔ ﻓﺈﻧﻪ ﻳﻮﻡ ﻣﺸﻬﻮﺩ ﺗﺸﻬﺪﻩ اﻟﻤﻼﺋﻜﺔ ﻟﻴﺲ ﻣﻦ ﻋﺒﺪ ﻳﺼﻠﻲ ﻋﻠﻲ ﺇﻻ ﺑﻠﻐﻨﻲ ﺻﻮﺗﻪ ﺣﻴﺚ ﻛﺎﻥ ﻗﻠﻨﺎ ﻭﺑﻌﺪ ﻭﻓﺎﺗﻚ ﻗﺎﻝ ﻭﺑﻌﺪ ﻭﻓﺎﺗﻲ ﺇﻥ اﻟﻠﻪ ﺣﺮﻡ ﻋﻠﻰ اﻷﺭﺽ ﺃﻥ ﺗﺄﻛﻞ ﺃﺟﺴﺎﺩ اﻷﻧﺒﻴﺎء অর্থাৎ! হযরত আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমু‘আর দিন আমার উপর অধিক দুরূদ পাঠ করবে। কেননা তা হল উপস্থিতির দিন, সেদিন ফারিস্তাগণ উপস্থিত হন। যে ব্যক্তিই আমার উপর দুরূদ পাঠ করে সে যেখানেই থাকুক না কেন তার আওয়াজ আমার নিকট পৌছে যায়। আমরা বললাম, আপনার ইন্তিকালের পরেও? তিনি বলেন, হ্যাঁ, আমার ইন্তিকালের পরেও। নিশ্চয়ই আল্লাহ তা’আলা নাবীগণের দেহ ভক্ষণ জমীনের উপর হারাম করে দিয়েছেন। {{ জিলাউল ইফহাম খন্ড-1 পৃষ্ঠা-127,, ইমতাউল আসমায়ে খন্ড-11 পৃষ্ঠা-65,, সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-358,, সালওয়াতুল কায়ীব খন্ড-1 পৃষ্ঠা-187,, ﻭﺭﺟﺎﻟﻬﻤﺎ ﺛﻘﺎﺕ অর্থাৎ! হাদিসটি সহীহ সনদে বর্ণিত হয়েছে। {{ সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-358 }} ✍️ মুফতী আমজাদ হুসাইন সিমনানী 🌎 দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত🌎

Comments -

Asgar AliPosted On: 2022-05-28
Mashaallah khub sundor huzoor ❤️
Abid AnsaryPosted On: 2022-05-28
Apni sunniyat er somosto rokom boigulo Bengali version e soft copy o hard copy marketise korun. Tachara Sunni aqeedah related boi o birodhi batil firqader prosner jawab gulo dewar chesta korun. Social media te segulo besi besi circulate kore young generation er kache pouche din. Young generation social media tei besi involve hoye geche. Allah paak toufique din. Ameen
Most Read Articles