KeyOfIslam
Welcome To KeyOfIslam.com. KeyOfIslam is the platform to spread love and brotherhood among all people through the light of Prophet Mohammad(peace be upon him), the Final Messanger of Allah. Here you will get informations with precision.
Individual Articles
নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযান ও ইক্বামতের সহিত নামাজ আদায় করেন
💥নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযান ও ইক্বামতের সহিত নামাজ আদায় করেন💥 عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ قَالَ: لَمَّا كَانَ أَيَّامُ الْحَرَّةِ لَمْ يُؤَذَّنْ في مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاَثاً وَلَمْ يُقَمْ، وَلَمْ يَبْرَحْ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ الْمَسْجِدَ، وَكَانَ لاَ يَعْرِفُ وَقْتَ الصَّلاَةِ إِلاَّ بِهَمْهَمَةٍ يَسْمَعُهَا مِنْ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مَعْنَاهُ. অর্থাৎ! সাঈদ ইবনু আব্দুল আযীয হতে বর্ণিত, তিনি বলেন, ‘আইয়ামুল হাররাহ’ বা তীব্র অন্ধকারের দিনগুলিতে (৬৩ হিজরীতে ইয়াযীদের সময়কার মশহুর কষ্টকর শাস্তির দিনগুলি) নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মসজিদে তিন দিন পর্যন্ত আজান ও জামা’আতে নামাজ অনুষ্ঠিত হয়নি। সে সময় সাঈদ ইবনুল মুসাইয়্যেব রাহিমাহুল্লাহ আনহু মাসজিদেই আটকা পড়েছিলেন। কিন্তু (গাড় অন্ধকারের কারণে) নামাজের ওয়াক্ত নির্ধারণ করতে পারতেন না, তবে (নামাজের ওয়াক্ত হলে) তিনি নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কবর হতে গুণগুণ শব্দ শুনতে পেতেন। পরে তিনি আমাদের নিকট এ অর্থের হাদীস বর্ণনা করেছেন। {{ সুনানে দারেমী খন্ড-1 পৃষ্ঠা-227 হাদিস নং-94,, আল-হাবী লিল-ফাতাওয়া খন্ড-2 পৃষ্ঠা-179,, সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-357,, মিশকাত শরীফ হাদিস নং-5951,, মাওয়াহিবু লাদুন্নিয়া খন্ড-3 পৃষ্ঠা-600,, মিরকাত খন্ড-9 পৃষ্ঠা-3840 }} (( উপরোক্ত হাদীসের সমস্ত বর্ণনাকারী বিশ্বস্ত )) ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ ﻗﺎﻝ: ﻟﻘﺪ ﺭﺃﻳﺘﻨﻲ ﻟﻴﺎﻟﻲ اﻟﺤﺮﺓ ﻭﻣﺎ ﻓﻲ ﻣﺴﺠﺪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻏﻴﺮﻱ ﻭﻣﺎ ﻳﺄﺗﻲ ﻭﻗﺖ ﺻﻼﺓ ﺇﻻ ﺳﻤﻌﺖ اﻷﺫاﻥ ﻣﻦ اﻟﻘﺒﺮ. অর্থাৎ! হযরত সাঈদ ইবনে মুসায়্যাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই আমি হার্রার দিনসমূহে দেখেছি, এবং সেই সময় নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাসজিদে আমি ব্যতীত অন্য কেউ ছিলনা। যখন নামাজের ওয়াক্ত হত আমি নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কবর এর দিক থেকে আজান শুনতে পেতাম। {{ দালাইলুন নাবুয়া আবু নুআইম খন্ড-1 পৃষ্ঠা-567 হাদিস নং-510,, আল-হাবী লিল-ফাতাওয়া খন্ড-2 পৃষ্ঠা-179,, খাসাইসে কুবরা সুয়ূতী খন্ড-2 পৃষ্ঠা-490,, সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-357 }} ﻭﺃﺧﺮﺝ اﻟﺰﺑﻴﺮ ﺑﻦ ﺑﻜﺎﺭ ﻓﻲ ﺃﺧﺒﺎﺭ اﻟﻤﺪﻳﻨﺔ ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ ﻗﺎﻝ: ﻟﻢ ﺃﺯﻝ ﺃﺳﻤﻊ اﻷﺫاﻥ ﻭاﻹﻗﺎﻣﺔ ﻓﻲ ﻗﺒﺮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻳﺎﻡ اﻟﺤﺮﺓ ﺣﺘﻰ ﻋﺎﺩ اﻟﻨﺎﺱ، অর্থাৎ! হযরত সাঈদ বিন মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি হার্রার দিনসমূহে লোকজন পুনরায় আসা পর্যন্ত নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর শরীফ থেকে আজান ও ইক্বামত শুনতে থাকি। {{ আল-হাবী লিল-ফাতাওয়া খন্ড-2 পৃষ্ঠা-179,, খাসাইসে কুবরা সুয়ূতী খন্ড-2 পৃষ্ঠা-490,, সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-357,, শারহুয যুরকানী খন্ড-7 পৃষ্ঠা-365 }} ﻭﺃﺧﺮﺝ اﺑﻦ ﺳﻌﺪ ﻓﻲ اﻟﻄﺒﻘﺎﺕ ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ ﺃﻧﻪ ﻛﺎﻥ ﻳﻼﺯﻡ اﻟﻤﺴﺠﺪ ﺃﻳﺎﻡ اﻟﺤﺮﺓ ﻭاﻟﻨﺎﺱ ﻳﻘﺘﺘﻠﻮﻥ ﻗﺎﻝ: ﻓﻜﻨﺖ ﺇﺫا ﺣﺎﻧﺖ اﻟﺼﻼﺓ ﺃﺳﻤﻊ ﺃﺫاﻧﺎ ﻳﺨﺮﺝ ﻣﻦ ﻗﺒﻞ اﻟﻘﺒﺮ اﻟﺸﺮﻳﻒ، অর্থাৎ! হযরত ইমাম ইবনু সা'দ রাহমাতুল্লাহি আলাইহি "তাবকাত" এর মধ্যে হযরত সাঈদ বিন মুসাইয়্যাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন। নিশ্চয়ই তিনি 'আইয়ামুল হার্রায়' মাসজিদে নাবাবীতে মুলাযিম ছিলেন এবং লোকজন সেসময় জিহাদে মশগুল ছিলেন। তিনি বলেন, যখন নামাজের ওয়াক্ত হতো আমি নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এর কবর শরীফের তরফ থেকে আজান শুনতে পেতাম। {{ আল-হাবী লিল-ফাতাওয়া খন্ড-2 পৃষ্ঠা-179,, সুবুলুল হুদা ওয়ার রাশাদ খন্ড-12 পৃষ্ঠা-357 }} উপরোক্ত হাদীসসমূহের পরিপ্রেক্ষিতে খাতামুল মুহাদ্দেসীন ও হাফিজুল হাদিস হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী (ইন্তেকাল 911-হিঃ ) রাহমতুল্লাহি আলাইহি বলেন- ﻭﻫﻮ ﺣﻲ ﻓﻲ ﻗﺒﺮﻩ، ﻳﺼﻠﻰ فيه ﺑﺄﺫاﻥ ﻭﺇﻗﺎﻣﺔ ﻭﻛﺬﻟﻚ اﻷﻧﺒﻴﺎء، অর্থাৎ! নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ কবরে জীবিত আছেন এবং আযান ও ইকামতের সহিত নামাজ আদায় করেন, তদ্রুপ অন্যান্য নাবীগণ আলাইহিমুস সালাম। {{ আনমুজাযুল লাবীব খন্ড-1 পৃষ্ঠা-230}} তদ্রূপ বিশ্বনন্দিত মুহাদ্দিস হযরত ইমাম যুরকানী রাহমতুল্লাহি আলাই বলেন- ﺃﻥ اﻟﻨﺒﻲ -ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ- ﺣﻲ -ﻛﻤﺎ ﺗﻘﺮﺭ" ﻭﺃﻧﻪ ﻳﺼﻠﻲ ﻓﻲ ﻗﺒﺮﻩ ﺑﺄﺫاﻥ ﻭﺇﻗﺎﻣﺔ, " অর্থাৎ! নিশ্চয়ই নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত রয়েছেন যেমনটা দলিল দ্বারা প্রমাণিত হয়েছে। এবং নিশ্চয়ই তিনি নিজ কবরে আযান ও ইক্বামতের সহিত নামাজ আদায় করেন। {{শারহুয যুরকানী আলাল মাওয়াহিব খন্ড-12 পৃষ্ঠা-236 }} ✴️ সম্মানিত পাঠকবৃন্দ! উপরোক্ত হাদিসসমূহ ও মুহাদ্দিসগণের ব্যাখ্যা সমূহের আলোকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তিকালের পরেও আযান ও ইক্বামতের সহিত নিজ রাওজা শরীফে নামাজ আদায় করেন। আর একথা সুস্পষ্ট হাদীস দ্বারা প্রমাণিত যে, কোন মৃত ব্যক্তি আজান ও ইক্বামতের সহিত নিজ কবরে নামাজ আদায় করতে পারেন না। কারণ নামাজ হল একটি ইবাদত ও আমল আর যখন কোন ব্যক্তি ইন্তিকাল করে কবরস্থ হয় তখন তার আমল বন্ধ হয়ে যায়। যেমন নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- إذا مات الإنسان انقطع عنه عمله অর্থাৎ! মানুষ যখন ইন্তিকাল করে তার আমল বন্ধ হয়ে যায়। {{ সহীহ মুসলিম হাদিস নং-4310,, মুসনাদ আহমাদ হাদিস নং-8844,, সুনানে আবু দাউদ হাদিস নং-2880,, মুসনাদ আবি ইয়ালা হাদিস নং-6457 }} (হাদিসটি বিভিন্ন গ্রন্থে সহীহ সনদে বর্ণিত হয়েছে) 🌼 সম্মানিত পাঠকবৃন্দ! উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা দিবালোকের ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যায় যে, নবীগণ আলাইহিমুস সালাম কে কোনো সাধারণ ব্যক্তির সঙ্গে তুলনা করা আদৌ শরীয়ত সম্মত হতে পারে না। ✍️ মুফতী আমজাদ হুসাইন সিমনানী 🌎 দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত🌎

Comments -

SarifuddinPosted On: 2022-06-02
Asslamuyalaikum
SarifuddinPosted On: 2022-06-02
Asslamuyalaikum
Posted On: 2022-06-02
Most Read Articles